Uddhav Thackeray: অযোধ্যায় রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Temple) নির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তবে সরকারি তহবিল থেক নয়, নিজের ট্রাস্ট থেকেই এই টাকা দেবেন বলে তিনি জানান। গত দেড় বছরে এনিয়ে তিনবার অযোধ্যায় এলেন উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের তিনি বলেন, রাম লালা-র আশীর্বাদ পেতে এখানে এসেছি। গেরুয়া শিবিরের অনেকেই এখানে এসেছেন। গতবার এসেছিলাম ২০১৮ সালের নভেম্বরে। তখন রাম মন্দিরের কোনও কিছুই ছিল না। ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট দুটি ঐতিহাসিক রায় দেয়। তার মধ্যে একটি হল আমার মুখ্যমন্ত্রী হওয়া সংক্রান্ত। অন্যটি রাম মন্দির নির্মাণের নির্দেশ।

উদ্ধব ঠাকরে (Photo Credit: PTI)

অযোধ্যা, ৭ মার্চ: অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Temple) নির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তবে সরকারি তহবিল থেক নয়, নিজের ট্রাস্ট থেকেই এই টাকা দেবেন বলে তিনি জানান। গত দেড় বছরে এনিয়ে তিনবার অযোধ্যায় এলেন উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের তিনি বলেন, রাম লালা-র আশীর্বাদ পেতে এখানে এসেছি। গেরুয়া শিবিরের অনেকেই এখানে এসেছেন। গতবার এসেছিলাম ২০১৮ সালের নভেম্বরে। তখন রাম মন্দিরের কোনও কিছুই ছিল না। ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট দুটি ঐতিহাসিক রায় দেয়। তার মধ্যে একটি হল আমার মুখ্যমন্ত্রী হওয়া সংক্রান্ত। অন্যটি রাম মন্দির নির্মাণের নির্দেশ।

অযোধ্যায় তিনি বলেন,"আজ আমি ঘোষণা করতে চাই যে রাজ্য সরকার নয়, আমার ট্রাস্ট থেকে রামমন্দির নির্মাণের জন্য এক কোটি টাকা দিচ্ছি। সামান্য অবদান রাখছি আমরা।" ঠাকরে বলেন, "অযোধ্যায় আসা আমার পক্ষে সম্মানের বিষয়। আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন জানা ছিল না যে এখানে কখন এবং কীভাবে রামমন্দির তৈরি হবে। আমি এখানে রাম লালার আশীর্বাদ নিতে এসেছি। আমি এখানে প্রার্থনা করব।" আরও পড়ুন: Yes Bank: ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ের অফিসে নিয়ে গেল ইডি

মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে জোট ভেঙে যাওয়ার পর থেকেই বিজেপি-শিবসেনা সম্পর্কের অবনতি হয়েছে। আবার কট্টর হিন্দুত্বের লাইন ছেড়েছে বলে একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে শিবসেনাকে। এ দিন সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতেই উদ্ধব বলেন, ‘‘আমি বিজেপির থেকে আলাদা হয়েছি, হিন্দুত্ব থেকে নয়। বিজেপির অর্থ হিন্দুত্ব নয়। হিন্দুত্ব আলাদা, বিজেপি আলাদা।’’