Blind Teachers Raped Blind Student: ১৫ বছরের দৃষ্টিহীন ছাত্রীকে টানা চার মাস ধর্ষণের অভিযোগ উঠল ২ দৃষ্টিহীন শিক্ষকের বিরুদ্ধে
দৃষ্টিহীন (Blind) এক ছাত্রীকে (Student) টানা চার মাস ধরে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল ২ দৃষ্টিহীন শিক্ষকের (Teacher) বিরুদ্ধে! জানা গিয়েছে, গত মাসে দীপাবলির (Deepavali) ছুটিতে বাড়ি যায় ১৫ বছরের ওই কিশোরী। ছুটি শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে (School) যেতে চাইছিল না সে। এতেই সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞেস করতেই নিজের পিসির কাছে সব খুলে বলেন ওই কিশোরী। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়।
রাজকোট, ৭ নভেম্বর: দৃষ্টিহীন (Blind) এক ছাত্রীকে (Student) টানা চার মাস ধরে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল ২ দৃষ্টিহীন শিক্ষকের (Teacher) বিরুদ্ধে! জানা গিয়েছে, গত মাসে দীপাবলির (Deepavali) ছুটিতে বাড়ি যায় ১৫ বছরের ওই কিশোরী। ছুটি শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে (School) যেতে চাইছিল না সে। এতেই সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞেস করতেই নিজের পিসির কাছে সব খুলে বলেন ওই কিশোরী। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়।
এই সময় পত্রিকার খবর অনুযায়ী, পাটান জেলার রাধানপুর তালুকার প্রেমনগরে বাড়ি ওই কিশোরীর। রাজকোটের মন্দির শহর অম্বাজির একটি স্কুলে পড়ত সে। নিজের গ্রামে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গান শেখার জন্য গত জুলাইতে ওই স্কুলে ভর্তি হয় সে। ওই স্কুলে বিশেষভাবে সক্ষমদের ভোকেশনাল ট্রেনিং ও কর্মসংস্থানেরও ব্যবস্থা রয়েছে। স্কুলেরই হস্টেলে (Hostel) থাকতে শুরু করে কিশোরীটি। তখন থেকেই তার উপর শুরু হয় অত্যাচার। কিশোরীর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২ মাস আগে মিউজিক রুমে প্রথম তাঁকে ধর্ষণ করে জয়ন্তী ঠাকোর। তিন দিন পর ওই একই ঘরে তাকে ফের ধর্ষণ করে চমন। এরপর নবরাত্রির আগে ফের জয়ন্তী মেয়েটিকে ধর্ষণ করে। এভাবেই দিনের পর দিন চলতে থাকে অত্যাচার। সহ্য করতে না পেরে স্কুলের অন্য তিনজন শিক্ষককে বিষয়টি জানায় কিশোরীটি। আরও পড়ুন: Babul Supriyo Responds to Mamata Banerjee in Language Discrimination: ভাষাবৈষম্য আন্দোলনে নামছেন মমতা ব্যানার্জি, উত্তরে বাবুল সুপ্রিয় যা বললেন...
অভিযুক্ত চমন ঠাকোরের বয়স (Age) ৬২ এবং জয়ন্তী ঠাকোরের বয়স ৩০ বলে জানা গিয়েছে।