Twitter on Farmers’ Protest Issue: কর্মীস্বার্থ সুরক্ষিত করাই প্রথম লক্ষ্য, হাজারেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট প্রসঙ্গে কেন্দ্রকে জবাব টুইটারের
১ হাজার ১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিট প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে অফিশিয়াল বার্তালাপ সারলেন টুইটার (Twitter) কর্তা জ্যাক ডরসে। সেই বার্তালাপেই তিনি মনে করিয়ে দিলেন, “কর্মীর স্বার্থ সুরক্ষিত করাই টুইটারের প্রথম এবং প্রধান লক্ষ্য।” এনডিটিভি ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টার মধ্যে এনিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের সঙ্গে বার্তালাপে গেল টুইটার। কৃষক আন্দোলন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এই অভিযোগে সোমবার হাজারেরও বেশি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটের নির্দেশ টুইটারকে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের থেকে যে অমান্যের নোটিস মিলেছে, তাও স্বীকার করে নিয়েছে টুইটার।
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি: ১ হাজার ১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিট প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে অফিশিয়াল বার্তালাপ সারলেন টুইটার (Twitter) কর্তা জ্যাক ডরসে। সেই বার্তালাপেই তিনি মনে করিয়ে দিলেন, “কর্মীর স্বার্থ সুরক্ষিত করাই টুইটারের প্রথম এবং প্রধান লক্ষ্য।” এনডিটিভি ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টার মধ্যে এনিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের সঙ্গে বার্তালাপে গেল টুইটার। কৃষক আন্দোলন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এই অভিযোগে সোমবার হাজারেরও বেশি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটের নির্দেশ টুইটারকে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের থেকে যে অমান্যের নোটিস মিলেছে, তাও স্বীকার করে নিয়েছে টুইটার। শুধু দেশেই নয়, ভারতের কৃষক আন্দোলন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ব্যক্তিত্বরা কৃষক আন্দোলনকে সমর্থনও করেছেন। আরও পড়ুন-WB Assembly Ellections 2021: উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা, বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ
গত ৩১ জানুয়ারি দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক ঠিক একই কারণে ২৫৭ জনের একটি তালিকা টুইটারকে পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট গুলিকে যেন ডিলিট করা হয়। টুইটার এরপর কিছুক্ষণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট গুলিকে ব্লক করার পর ফের তা খুলে দেয়।