Narendra Modi: নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট নিয়ে টুইটারের বিবৃতি জেনে নিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হওয়া নিয়ে বিবৃতি দিল টুইটার (Twitter)। বিবৃতিতে জানান হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছে।

PM Narendra Modi. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১২ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হওয়া নিয়ে বিবৃতি দিল টুইটার (Twitter)। বিবৃতিতে জানান হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দফতরের (PMO) সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ করা হয়েছে।’ টুইটারের সংযোজন, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ছাড়াও অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। তবে সেই সময়ে অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়নি বলেই দাবি টুইটার কর্তৃপক্ষের।

রবিবার ভোর ২টো বেজে ১১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়। যাতে দাবি করা হয়, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে (Bitcoin) মান্যতা দিচ্ছে সরকার। আরও পড়ুন: মাত্র ২ ঘণ্টায় শনাক্ত হবে ওমিক্রন, আইসিএমআর-র নতুন টেস্টিং কিট তৈরি হচ্ছে কলকাতায়

এরপরই মোদীর টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। জোর চর্চা হতে শুরু হয় নেটমাধ্যমে। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই বিতর্কিত ট্যুইটটি ডিলিট করা হয়। পাল্টা ট্যুইটে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানান হয়, নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্টে সাময়িক সমস্যা হয়েছিল।

কী ভাবে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হল, কোথায় গলদ ছিল, টুইটারের পাশাপাশি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিশেষজ্ঞ দলও বিষয়টি খতিয়ে দেখছে। কোন সূত্র থেকে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তার অনুসন্ধান চালাচ্ছে বিশেষজ্ঞ দলটি।