Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সাহায্য, 'দোস্ত' ভারতকে ধন্যবাদ রাষ্ট্রদূতের

ভারতের তরফে ওষুধপত্র থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য যখন তুরস্কে পাঠানো হচ্ছে, সেই সময় বন্ধুকে ধন্যবাদ জানালেন তুরস্কের অ্যাম্বাসাডার। তাঁর দেশের পাশে ভারত যেভাবে দাঁড়াচ্ছে, তার জন্য তুরস্ক কৃতজ্ঞ বলেও জানান তিনি। ভারতকে 'দোস্ত' বলেও উল্লেখ করেন তুরস্কের অ্যাম্বাসাডার।

Narendra Modi, Earthquake Hit Turkey (Photo Credit: ANI/Instagram)

দিল্লি, ৭ ফেব্রুয়ারি: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক (Turkey)। ৭.৭ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পে (Earthquake) তুরস্ক যখন প্রায় লণ্ডভণ্ড, সেই সময় সে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত (India)। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে একের পর এক মেডিকেল টিম সহ এনডিআরএফের দলও পৌঁছচ্ছে। ভারতের তরফে ওষুধপত্র থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য যখন তুরস্কে পাঠানো হচ্ছে, সেই সময় বন্ধুকে ধন্যবাদ জানালেন তুরস্কের অ্যাম্বাসাডার। তাঁর দেশের পাশে ভারত যেভাবে দাঁড়াচ্ছে, তার জন্য তুরস্ক কৃতজ্ঞ বলেও জানান তিনি। ভারতকে 'দোস্ত' বলেও উল্লেখ করেন তুরস্কের অ্যাম্বাসাডার।

আরও পড়ুন: Turkey Earthquake: ৫.৪ মাত্রার ভূমিকম্পে পঞ্চমবার কেঁপে উঠল তুরস্ক, মৃত্যু মিছিল ৫ হাজারে

সোমবারের পর মঙ্গলবারও পরপর দু দফায় কেঁপে ওঠে তুরস্ক। মঙ্গলবার ৫.৪ মাত্রার কম্পন অনুভূত হয় তুরস্কে। পূর্ব তুরস্কের একাধিক জায়গায় মঙ্গলবার কম্পন অনুভূত হওয়ায় ফের সে দেশের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।