Tripura Shocker: স্বামীকে খুন করে বেডরুমে পুঁতে থানায় আত্মসমর্পণ যুবতির
স্বামীকে খুন করে বেডরুমে পুঁতে থানায় আত্মসমর্পণ করলেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, ত্রিপুরার (Tripura) রাজধানী আগরতলা থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে ধলাই জেলার (Dhalai district) গান্ডাচেরা মহকুমার প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটেছে।
আগরতলা, ২৯ অগাস্ট: স্বামীকে খুন করে বেডরুমে পুঁতে থানায় আত্মসমর্পণ করলেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, ত্রিপুরার (Tripura) রাজধানী আগরতলা থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে ধলাই জেলার (Dhalai district) গান্ডাচেরা মহকুমার প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে ৩০ বছর বয়সী সঞ্জিৎ রেয়াংয়ের মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি মাটি দিয়ে চাপা দওয়া অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্ত ভারতী রেয়াং (২৫) বৃহস্পতিবার বিকেলে তাঁকে খুন করে পুঁতে দেয়। এরপর অপরাধের কথা স্বীকার করতে স্থানীয় থানায় যায়। আরও পড়ুন: Coronavirus In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৬,৪৭২
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভারী একটি জিনিস দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করা হয়েছিল। পুলিশ সূত্র আরও জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ এখনও পরিষ্কার নয়। যুবতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দম্পতির ছয় বছরের একটি মেয়ে রয়েছে।