Manipur Violence: মণিপুরে আটকে থাকা পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার, দেখুন ভিডিয়ো
মণিপুরে গত কয়েকদিন ধরে চলা হিংসাত্মক পরিস্থিতির জেরে সেখানে পড়তে যাওয়া ত্রিপুরার প্রচুর ছাত্র-ছাত্রী আটকে পড়েছে। তাদের নিরাপদে রাখার ও যারা নিজেদের বাড়িতে ফিরতে চাইছে তাদের সবরকম সহযোগিতা করার জন্য তাঁর সরকার প্রস্তুত রয়েছে বলে আগেই জানিয়ে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আগরতলা: মণিপুরে (Manipur) গত কয়েকদিন ধরে চলা হিংসাত্মক পরিস্থিতির জেরে সেখানে পড়তে যাওয়া ত্রিপুরার (Tripura) প্রচুর ছাত্র-ছাত্রী (students) আটকে পড়েছে। তাদের নিরাপদে রাখার ও যারা নিজেদের বাড়িতে ফিরতে চাইছে তাদের সবরকম সহযোগিতা করার জন্য তাঁর সরকার প্রস্তুত রয়েছে বলে আগেই জানিয়ে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (Tripura CM Manik Saha)। শনিবার দুপুরে তাঁকে দেখা গেল মণিপুরের আটকে থাকা পড়ুয়াদের বাবা-মা ও অভিভাবকদের (parents/guardians) সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক (conference) করতে। তার মাঝেই নিজের ফোন থেকে তিনি অভিভাবকদের সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (Manipur CM N. Biren Singh) কথাও বলিয়ে দেন।
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানান হয়েছে, মণিপুরে পড়াশোনা করার জন্য যাওয়া ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য সবরকম প্রয়োজনীয় উদ্যোগ (sincere efforts) নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের তরফে বিশেষ একটি দলকে মণিপুরে পাঠানো হয়েছে সেখানে আটকে থাকা রাজ্যের পড়ুয়াদের সহযোগিতা করা ও তাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য। তাড়াতাড়ি যাতে তারা ফিরতে পারে তার জন্য বিমানের (flight) ব্যবস্থা করা হচ্ছে। আরও পড়ুন: Maharashtra Road Accident: তীর্থযাত্রা সেরে ফিরতি পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, নিমেষে শেষ গোটা পরিবার