Tripura Civic Poll: আগরতলায় পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল

অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, এই অভিযোগ তুলে আগরতলায় পুনর্নির্বাচনের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। একই দাবি জানিয়েছে বামেরাও। আগরতলায় পুনর্নির্বাচনের দাবিত সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছে তৃণমূল। পুননির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।

Tripura Civic Elections (Photo: PTI)

আগরতলা, ২৫ নভেম্বর: অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, এই অভিযোগ তুলে ত্রিপুরার (Tripura) আগরতলায় পুনর্নির্বাচনের (Agartala Municipal Election 2021) দাবি জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। একই দাবি জানিয়েছে বামেরাও। আগরতলায় পুনর্নির্বাচনের (Repoll) দাবিতে সুপ্রিম কোর্টেও যেতে পারে তৃণমূল। ত্রিপুরায় পুর নির্বাচনে (Tripura Civic poll) প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।

আগরতলার সব বুথকেই ‘স্পর্শকাতর’ ঘোষণা করেছিল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। বুথে মোতায়েন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের দিন হিংসা ও অশান্তি রোখা গেল না। আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বিরোধী দলগুলির প্রার্থী, পোলিং এজেন্ট ও কর্মীরা। এছাড়াও ক্যাম্প অফিস ভেঙে দেওয়া, তৃণমূল প্রার্থীকে মারধর করা, অন্যের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির। আরও পড়ুন: COVID19: ফের ভয় ধরাচ্ছে করোনা, দক্ষিণ আফ্রিকায় মিলল সংক্রমণে 'ওস্তাদ' নয়া প্রজাতির খোঁজ

ভোটপর্ব শেষের আগেই তৃণমূলের তরফে আগরতলার সব বুথে পুনর্নির্বাচন দাবি করা হয়েছে। একই দাবি জানিয়েছে সিপিএমও। প্রার্থীদের উপর হামলা এবং ভোট লুঠের অভিযোগ আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভও শুরু করেন বাম কর্মী-সমর্থকরা।  যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা। তিনি বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে।



@endif