Mahua Moitra: 'কারণবারি, মাংস নিবেদনে কালী পুজো', মহুয়ার মন্তব্যে পালটা দাবি বিজেপির

তৃণমূল কংগ্রেস সাংসদের বক্তব্যের পর মুখ খোলেন মধ্যপ্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রী বলেন, উজ্জয়িনের শক্তিপীঠ এবং অসমের কামাখ্যা মন্দিরের পুজোয় কারণবারি এবং মাংস নিবেদন করা হয় না।

Mahua Moitra (Photo Credit: File Photo)

দিল্লি, ৯ জুলাই:  তিনি একজন কালী ভক্ত। তাই কালী পুজোয় হিন্দু দেবীকে কী কী নিবেদন করা হয়, সে বিষয়ে তিনি অবগত। 'কালীর' (Kaali) পোস্টার নিয়ে যখন বিতর্ক মাথা চাড়া দেয়, সেই সময় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন তৃণমূ কংগ্রেস সাংসদ। সেখানে তিনি বলেন, কালী পুজোয় কারণবারি (মদ) এবং মাংস নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গের (West Bengal) তারাপীঠ, মধ্যপ্রদেশের উজ্জয়িনের শক্তিপীঠ এবং অসমের কামাখ্যা মন্দিরে কীভাবে পুজো হয়, সে বিষয়েও বেশ কিছু উদাহরণ দেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP)।

তৃণমূল কংগ্রেস সাংসদের বক্তব্যের পর মুখ খোলেন মধ্যপ্রদেশ (Madhya Pradesh)এবং অসমের (Assam) মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রী বলেন, উজ্জয়িনের শক্তিপীঠ এবং অসমের কামাখ্যা মন্দিরের পুজোয় কারণবারি এবং মাংস নিবেদন করা হয় না।

আরও পড়ুন: Dilip Ghosh: 'দিলীপ ঘোষ একটা হিঁজড়া', আক্রমণ তৃণমূলের অপরূপা পোদ্দারের

বিজেপির ওই দাবির পর ফের বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস সাংসদ এখনও পর্যন্ত এ বিষয়ে পালটা মুখ খোলেননি। প্রসঙ্গত কালী বিতর্কে মহুয়া মৈত্র যা বলেছেন, তা একান্ত তাঁরর ব্যক্তিগত মত। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই মহুয়া মৈত্রর মতের সঙ্গে সহমত পোষণ করে না বলেও এক বিবৃতি প্রকাশ করে জানায় তৃণমূল কংগ্রেস।