Coronavirus Breakout: এই ৫ রাজ্যের বাসিন্দাকে রাজধানীতে প্রবেশ করতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক
এই পাঁচ রাজ্য থেকে রাজধানী দিল্লিতে আসতে গেলে প্রত্যেকের করোনাভাইরাস টেস্ট (COVID-19 test report) করাতে হবে। এবং সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ হলেই রাজধানীতে প্রবেশ করা যাবে। বুধবার দিল্লির সরকারের তরফে এই নির্দেশিকা জারি হল। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। শনিবার থেকে দিল্লিতে এই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। দিল্লিতে আসা পর্যটকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। মূলত ফের দেশের পাঁচটি রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে প্রবেশের আগে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ভাবেই পর্যটকদের দেখাতে হবে।
নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: এই পাঁচ রাজ্য থেকে রাজধানী দিল্লিতে আসতে গেলে প্রত্যেকের করোনাভাইরাস টেস্ট (COVID-19 test report) করাতে হবে। এবং সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ হলেই রাজধানীতে প্রবেশ করা যাবে। বুধবার দিল্লির সরকারের তরফে এই নির্দেশিকা জারি হল। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। শনিবার থেকে দিল্লিতে এই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। দিল্লিতে আসা পর্যটকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। মূলত ফের দেশের পাঁচটি রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে প্রবেশের আগে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ভাবেই পর্যটকদের দেখাতে হবে। এই পাঁচটি রাজ্যের যেসব বাসিন্দারা দিল্লির ফ্লাইট ধরবেন তাঁদের যেন কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। সেই রিপোর্ট অবশ্যই ৭২ ঘণ্টা পুরোনো হতে পারে। আরও পড়ুন-COVID-19 Cases In Kolkata: করোনা আক্রান্ত শিক্ষক, ফের বন্ধ কসবার চিত্তরঞ্জন হাই স্কুল
তাহলেই সেই যাত্রীকে মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব থেকে দিল্লির বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ১৪৫ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সেদিন করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা হটস্পটের চেহারায় মহারাষ্ট্র। গতকাল সারাদিনে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। কেরালাতে গতকাল সারাদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১২ জন। ছত্তিশগড়ে নতুন করোনা রোগী ২৭৪ জন। মধ্যপ্রদেশে নতুন আক্রান্ত ২৪৮ জন। গতকাল সারাদিনে পাঞ্জাবে নতুন করোনা রোগীর সংখ্যা ৪২৬।