Maharashtra: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরলো ৭০ হাজার, মৃত্যু হয়েছে ২,৩৬২ জনের
মহারাষ্ট্রে (Maharashtra ) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। যদিও ১ দিনেই ৭০০ জন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।
মুম্বই, ১ জুন: মহারাষ্ট্রে (Maharashtra ) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। যদিও ১ দিনেই ৭০০ জন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।
রাজ্যে মোট করোনা আক্রান্তকারীর সংখ্যা বেড়ে ৭০,০১৩। ৩৭,৫৩৪ জন এখনও করোনায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৩৬২ জনের। তবে, ৩০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন। আগামী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার আরও বেশ কিছুটা বাড়বে বলে আশা করছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে। আরও পড়ুন: আনলক ১-র প্রথম দিনেই শিকেয় সামাজিক দূরত্ব, যান-জটে চেনা পুরনো ছন্দে কলকাতা
রাজেশ টোপে জানিয়েছেন, "রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৭০,০১৩। আজ ২,৩৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন করোনাকে হারিয়ে। সবমিলিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০,১০৮ জন। ৩৭,৫৩৪ জনের এখনও চিকিৎসা চলছে হাসপাতালে।"