Jammu and Kashmir: ভূস্বর্গে গুলির লড়াই, সাতসকালে হত লস্কর কমান্ডার
সোমবার সাতসকালেই ভূস্বর্গে (Jammu and Kashmir) নিকেশ লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গি৷ এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, হত লস্কর কমান্ডারের পরিচয় জানা গেছে৷
সোপিায়ান, ১৯ জুলাই: সোমবার সাতসকালেই ভূস্বর্গে (Jammu and Kashmir) নিকেশ লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গি৷ এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, হত লস্কর কমান্ডারের পরিচয় জানা গেছে৷ ইশফাক দার ওরফে আবু আক্রম৷ ২০১৭ সাল থেকে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল সে৷ সকালেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়৷ দু’জন নিকেশ হওয়ার পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে৷ এখনও তল্লাশি চলছে৷ পরবর্তী কোনও বড় খবর এলে তাও জানানো হবে৷ রবিবার রাতে সোপিয়ানের সাদিক খান এলাকয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল৷ আরও পড়ুন-Pegasus Project: পেগাসাসের ফাঁদে মন্ত্রী থেকে বিরোধী নেতা, সাংবাদিক থেকে বিচারপতি; কী বলছে মোদি সরকার?
এদিকে গত শুক্রবার শ্রীনগরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে স্থানীয় দুই লস্কর জঙ্গি নিহত হয়৷ গত জুন মাসে শ্রীনগরে যে তিনি জঙ্গি হানার ঘটনা ঘটেছে. তার সঙ্গেই এই দুই হত জঙ্গি জড়িত ছিল৷ চলতি বছরে জঙ্গি হামলায় একজন পুলিশ কর্তা ও বেশ কয়েকজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে৷ গোয়েন্দা সূত্রে খবর মেলে যেন এই হামলার কালপ্রিটরা সাদিক খান এলাকায় লুকিয়ে আছে৷ গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়৷ জঙ্গিরা রাজি না হলে শুরু হয় গুলির লড়াই এতেই দুই জঙ্গির মৃত্যু হয়৷ সবমিলিয়ে উপত্যকায় চলতি বছরে এনকাউন্টারে হত ৭৮ জঙ্গি৷