Uri Attack: আজ ৩ বছর পার করল 'উরি' হামলা, জেনে নিন ভয়াবহ সেই জঙ্গি হামলার ৫ অজানা তথ্য

২০১৪ থেকে ২০১৯। মোদি জমানার পাঁচ বছর। এই পাঁচ বছরে দেশ জুড়ে তীব্র হয়েছে জঙ্গি দমন অভিযান। ঠিক তেমনই বেড়েছে জঙ্গি নাশকতাও; মত সমাজের ওয়াকিবহাল মহলের। পাকিস্তান (Pakistan) সীমান্ত লাগোয়া ভারতের (India) উত্তর-পশ্চিমের বিভিন্ন অংশ বারবার রক্তাক্ত হয়েছে নানান জঙ্গি হামলায় (Terror Attack)। যার মধ্যে মর্মান্তিক একটি জঙ্গি হামলা হয় ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরের (Jammu & Kashmir) উরিতে (Uri)। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনাঘাটিতে ঘটে যায় ভয়াবহ জঙ্গি হামলা। সেনাঘাটিতে আক্রমন চালায় ৪ জঙ্গি। মৃত্যু হয় ভারতের ১৮ জন সৈনিকের। ২০১৬'র ১৮ সেপ্টেম্বর যে জঙ্গি আক্রমনে স্তম্ভিত হয়ে গিয়েছিল ১৩০কোটি মানুষ। আজ ১৮ সেপ্টেম্বর ২০১৯। ৩ বছর পার করল 'উরি' হামলা। চলুন এই দিনেই জেনে নেওয়া যাক মর্মান্তিক এই হামলার ৫ অজানা রহস্য (Unknown Facts)।

ফাইল ছবি (Photo Credits: PTI)

২০১৪ থেকে ২০১৯। মোদি জমানার পাঁচ বছর। এই পাঁচ বছরে দেশ জুড়ে তীব্র হয়েছে জঙ্গি দমন অভিযান। ঠিক তেমনই বেড়েছে জঙ্গি নাশকতাও; মত সমাজের ওয়াকিবহাল মহলের। পাকিস্তান (Pakistan) সীমান্ত লাগোয়া ভারতের (India) উত্তর-পশ্চিমের বিভিন্ন অংশ বারবার রক্তাক্ত হয়েছে নানান জঙ্গি হামলায় (Terror Attack)। যার মধ্যে মর্মান্তিক একটি জঙ্গি হামলা হয় ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরের (Jammu & Kashmir) উরিতে (Uri)। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনাঘাটিতে ঘটে যায় ভয়াবহ জঙ্গি হামলা। সেনাঘাটিতে আক্রমন চালায় ৪ জঙ্গি। মৃত্যু হয় ভারতের ১৮ জন সৈনিকের। ২০১৬'র ১৮ সেপ্টেম্বর যে জঙ্গি আক্রমনে স্তম্ভিত হয়ে গিয়েছিল ১৩০কোটি মানুষ। আজ ১৮ সেপ্টেম্বর ২০১৯। ৩ বছর পার করল 'উরি' হামলা। চলুন এই দিনেই জেনে নেওয়া যাক মর্মান্তিক এই হামলার ৫ অজানা রহস্য (Unknown Facts)।