Jaipur: চালান বাতিল করতে ডিসিপির কাছেই ঘুষ চাইল কনস্টেবল? কেলেঙ্কারি
ট্রাফিক নিয়ম ভাঙলে চালানের বদলে ঘুষ দেওয়ার ঘটনা এখন খুবই সাধারণ। কিন্তু যদি না জেনে পুলিশের কাছেই ঘুষ চেয়ে বসে ট্রাফিক পুলিশ? (Cop Demands Rs 500 Bribe From DCP) এমনই এক ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে।
জয়পুর, ২ সেপ্টেম্বর: ট্রাফিক নিয়ম ভাঙলে চালানের বদলে ঘুষ দেওয়ার ঘটনা এখন খুবই সাধারণ। কিন্তু যদি না জেনে পুলিশের কাছেই ঘুষ চেয়ে বসে ট্রাফিক পুলিশ? (Cop Demands Rs 500 Bribe From DCP) এমনই এক ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে। জয়পুর পুলিশের ডেপুটি কমিশনার সাধারণ পোষাকে গাড়িতে যাচ্ছিলেন, তখনই তাঁকে সিট বেল্ট না পরার জন্য ধরে ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং চালান এড়ানোর জন্য তাঁকে ৫০০ টাকা ঘুষ দিতে বলে। আরও পড়ুন -Gujarat: গুজরাতে ৭জন তীর্থযাত্রীকে পিষে মারল SUV, আহত ৬
ওই কনস্টেবল রাজেন্দ্র প্রসাদকে সাসপেন্ড করা হয়েছে এবং আরও তিনজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বুধবার রাতে ডিসিপি পরিস দেশমুখ তাঁর নিজের গাড়িতে ও তার সঙ্গে গানম্যান ও ড্রাইভারও ছিলেন। তাঁরা রাতে টহল দিতে বেরিয়েছিলেন। তাঁরা সকলেই সাধারণ পোষাকে ছিলেন।
গাড়িটি ট্রান্সপোর্ট নগর পুলিশ স্টেশনের অন্তর্গত রোটারি সার্কেল এলাকায় এলে রাজেন্দ্র প্রসাদ নামের ওই কনস্টেবল সিটবেল্ট না পরার জন্য চালান কাটবেন বললেও তারপর তিনি চালানের বদলে ৫০০ টাকা ঘুষ দিতে বলেন। তখন ডিসিপি তাঁর ঊর্ধ্বতনকে এই কথা জানালে ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সহ পুলিশ কমিশনার কৈলাশ চন্দ্র বিষ্ণোই জানিয়েছেন, প্রসাদকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে।অন্যান্য চেকপয়েন্টে থাকা তিন কনস্টেবলকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সহ কমিশনার আদর্শ নগরকে এই বিষয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, এরকম অজানা তদন্ত আরও চলবে দেখা হবে কে কে কোথায় কোথায় ঘুষ নিচ্ছেন।