WB Assembly Election 2021: তৃণমূলের ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান, দাবি কৈলাস বিজয়বর্গীয়র

তৃণমূলের (TMC) ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান বলে দাবি করলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। আজ তিনি বলেন, আমার কাছে ৪১ জন বিধায়কের একটি তালিকা রয়েছে, তাঁরা বিজেপিতে আসতে চান। আমি যদি তাঁদের বিজেপিতে অন্তর্ভুক্ত করি তবে বাংলায় সরকার পড়ে যাবে। আমরা কাকে নেব এবং কাকে নেব না সেদিকে নজর দিচ্ছি। বিধায়কদের ছবি খারাপ থাকলে আমরা কাউকেই নেব না। সবাই অনুভব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাচ্ছে।"

কৈলাস বিজয়বর্গীয়(Photo Credit: ANI)

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: তৃণমূলের (TMC) ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান বলে দাবি করলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। আজ তিনি বলেন, আমার কাছে ৪১ জন বিধায়কের একটি তালিকা রয়েছে, তাঁরা বিজেপিতে আসতে চান। আমি যদি তাঁদের বিজেপিতে অন্তর্ভুক্ত করি তবে বাংলায় সরকার পড়ে যাবে। আমরা কাকে নেব এবং কাকে নেব না সেদিকে নজর দিচ্ছি। বিধায়কদের ছবি খারাপ থাকলে আমরা কাউকেই নেব না। সবাই অনুভব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাচ্ছে।"

সামনেই বিধানসভা নির্বাচন। কয়েক মাস ধরেই রাজ্য বিজেপি দাবি করছে শাসকদলের অনেক বিধায়কই গেরুয়া শিবিরে যোগ দিতে চান। তবে মামলার ভয়ে অনেকে পিছিয়ে যাচ্ছেন। সদ্য বিজেপিতে যোগ দিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রায়ই বলেন, তৃণমূল ছেড়ে কোনও নেতা-মন্ত্রী তাঁদের দলে আসতে চাইলে স্বাগত জানানো হবে। আরও পড়ুন: Nusrat Jahan On BJP: বিজেপি করোনার থেকেও ভয়ঙ্কর, বসিরহাটে বললেন নুসরত জাহান

তবে আচমকা মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা দাবি করেন আগামী মে মাসের মধ্যেই ৬-৭ জন বিজেপি সাংসদ যোগ দেবেন তৃণমূলে। এছাড়াও ভোটের আগেই দলত্যাগী বিধায়করা ফের তৃণমূলে ফিরতে চাইছেন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, "শুভেন্দু অধিকারী কী ভাবছেন, তা নিয়ে ধোঁয়াশার শেষ নেই। ওঁর পক্ষে চার-পাঁচ মাসও বিজেপিতে থাকা সম্ভব নয়। কয়েক মাস পরেই তিনি হয়ত বিজেপি ছেড়ে দেবেন।"