TMC MPs Protest At Parliament: সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের চোখে কালো কাপড় বেঁধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মৌন-প্রতিবাদ

উত্তর পূর্ব দিল্লি (North East Delhi) সংঘর্ষ নিয়ে সংসদ চত্বরে (Parliament) মৌন-প্রতিবাদ (Silent Protest) প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC MPs)। গান্ধী মূর্তির সামনে চোখে কালো পট্টি, মুখে আঙুল দিয়ে প্রতিবাদ জানালেন কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন ব্যানার্জি, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা। মৌন-প্রতিবাদ প্রদর্শনের পর মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান,"আমরা প্রতিবাদের মধ্যে বুঝিয়ে দিতে চেয়েছি দিল্লিতে যা ঘটেছে তা নিয়ে কেন্দ্র সরকার অন্ধ হয়ে গেছে। এমনকি পুলিশও অন্ধের মত কাজ করেছে। আমরা প্রতিবাদমুখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি সরকারের যখন মুখ খোলা উচিত, তখন তারা নিশ্চুপ। "

তৃণমূল সাংসদদের চোখে কালো কাপড় বেঁধে মৌন-প্রতিবাদ (Picture Credits: ANI)

নতুন দিল্লি, ২ মার্চ: উত্তর পূর্ব দিল্লি (North East Delhi) সংঘর্ষ নিয়ে সংসদ চত্বরে (Parliament) মৌন-প্রতিবাদ (Silent Protest) প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC MPs)। গান্ধী মূর্তির সামনে চোখে কালো পট্টি, মুখে আঙুল দিয়ে প্রতিবাদ জানালেন কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন ব্যানার্জি, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা। মৌন-প্রতিবাদ প্রদর্শনের পর মহুয়া মৈত্র (Mohua Maitra) সাংবাদিকদের জানান,"আমরা প্রতিবাদের মধ্যে বুঝিয়ে দিতে চেয়েছি দিল্লিতে যা ঘটেছে তা নিয়ে কেন্দ্র সরকার অন্ধ হয়ে গেছে। এমনকি পুলিশও অন্ধের মত কাজ করেছে। আমরা প্রতিবাদমুখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি সরকারের যখন মুখ খোলা উচিত, তখন তারা নিশ্চুপ। "

কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত তিন বাঁদরের প্রতীকী মূর্তি উপহার দিয়েছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ‘খারাপ দেখব না, খারাপ বলব না, খারাপ শুনব না,’ গান্ধীর এই তিন বাণী নিয়ে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। চোখে কালো কাপড় বেঁধে, মুখে আঙুল দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদদের সঙ্গে আপ সাংসদরাও। আরও পড়ুন, 'ক্ষমতায় আসলে বাংলারই ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবেন', শহিদ মিনারের সভায় বললেন অমিত শাহ

আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদের দুই কক্ষ মুলতুবি হয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি বিহারের বাল্মিকী নগরের জেডিইউ-র সাংসদ বৈদ্যনাথ প্রসাদ মাহাতোর মৃত্যুতে দুপুর ২টো পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যায়। রাজ্যসভায় হইহট্ট গোলের জেরে মুলতুবি হয়। এরপর সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরাও। দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চেয়ে প্রতিবাদ দেখান অধীর চৌধুরী, শশী থারুর-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। যোগ দেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।