Tripura: ত্রিপুরায় সুস্মিতা দেবের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিপ্লব দেবের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

বিজেপি কর্মীরাই তাঁর গাডি়র উপর হামলা চালান বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস সাংসদের। যা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সুস্মিতা।

Sushmita Dev (Photo Credit: Sushmita Dev/Twitter)

আগরতলা, ২২ অক্টোবর: ত্রিপুরায় (Tripura) জনসংযোগ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মসূচি পালন করতে ত্রিপুরায় কাজ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আই প্যাকের বেশ কয়েকজন কর্মীর সঙ্গে সুস্মিতা  দেব তৃণমূল কংগ্রেসের (TMC) জনসংযোগ কর্মসূচি শুরু করলে, তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সুস্মিতার গাড়ি ভাঙচুর করে, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যা নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি।

 

ত্রিপুরার জন্য তৃণমূল, এই কর্মসূচি পালন করতে গিয়েই সুস্মিতা দেবের গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, ত্রিপুরায় প্রচার চালোনর জন্য আগামী ১২ দিন ধরে তৃণমূল এই কর্মসূচির পরিকল্পনা করে। তারই মাঝে সুস্মিতা দেবের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে অনন্যার 'ড্রাগ চ্যাট', প্রকাশ্য়ে বিস্ফোরক তথ্য

বিজেপি (BJP) কর্মীরাই তাঁর গাডি়র উপর হামলা চালান বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস সাংসদের। যা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সুস্মিতা।

সুস্মিতা দেবের গাড়িতে ভাঙচুরের পরই ওই ঘটনার নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একজন সাংসদের উপর কীভাবে এই ধরনের আক্রমণ চালানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক।

কী বললেন অভিষেক দেখুন...