Mahua Moitra: 'নেতাজি জীবিত থাকলে তিনি কি মুসলিমদের প্রতি বিদ্বেষ সহ্য করতেন?' কেন্দ্রকে তোপ মহুয়ার

মহুয়া মৈত্র লোকসভায় নেতাজিকে নিয়েও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মহুয়া বলেন, ভারতের সব ধর্মের মানুষের প্রতি সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।

Mahua Moitra। (Image Credits: YouTube/AITC)

দিল্লি, ৪ ফেব্রুয়ারি:  ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP)  মহুয়া মৈত্র। বৃহস্পতিবার লোকসভার অধিবেশন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন মহুয়া। তিনি বলেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বিজেপি ভারতের ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মহুয়া। শুধু তাই নয়, ভারতবর্ষের সাধারণ মানুষ কী খাবেন, কী পরবেন, সেটাও বিজেপি স্থার করে দিতে চায় বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

এসবের পাশাপাশি মহুয়া মৈত্র (Mahua Moitra ) লোকসভায় নেতাজিকে নিয়েও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মহুয়া বলেন, ভারতের সব ধর্মের মানুষের প্রতি সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। নেতাজি যদি জীবিত থাকতেন তাহলে কি তিনি হরিদ্বারে যে ধর্ম সংসদের আয়োজন করা হয়, সেখান থেকে মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করায় সম্মতি দিতেন বলে প্রশ্ন তোলেন মহুয়া মৈত্র।

আরও পড়ুন:  Sara Ali Khan: 'সারা নিষ্ঠুর, হৃদয়হীন', জোরদার কটাক্ষের মুখে সইফ-কন্যা

প্রসঙ্গত সম্প্রতি হরিদ্বারে যে ধর্ম সংসদের আয়োজজন করা হয়, সে বিষয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মহুয়া মৈত্র।