Sonbhadra Visit: বারাণসী বিমানবন্দরে আটক তৃণমূলের প্রতিনিধি দল, ধর্নায় বসে প্রতিবাদে ডেরেক-রা

উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি বিবাদের প্রাণ হারানো কৃষক পরিবারদের পাশে দাঁড়াতে গিয়ে বাধা পেল তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল। ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বে যোগী আদিত্যনাথের রাজ্যে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলকে বারণসীর বাবতপুরে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে দিল উত্তরপ্রদেশ পুলিশ।

বিমানবন্দরেই আটকে দেওয়া হল ডেরেকদের। (Photo Credits: Twitter)

বারাণসী, ২০ জুলাই: উত্তরপ্রদেশের সোনভদ্রে (Sonbhadra) জমি বিবাদের  জেরে প্রাণ হারানো ও আহত কৃষক পরিবারদের পাশে দাঁড়াতে গিয়ে বাধা পেল তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল। ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien)নেতৃত্বে যোগী আদিত্যনাথের রাজ্যে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলকে বারণসীর বাবতপুরে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে দিল উত্তরপ্রদেশ পুলিশ। বিমানবন্দরে পুলিশের কাছে বাধা পেয়ে ডেরেক ও ব্রায়েন তাদের কাছে সোনভদ্রে যেতে দেওয়া আবেদন জানান।

এলাকায় কোনও রকম উত্তেজনা ছড়াতে নয়, বরং আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়াতে চান বলেই ডেরেক জানালেন। তবে এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি হওয়ায় পুলিশ কিছুতেই কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সোনভদ্রে ঢুকতে দিতে রাজি নয়। পুলিশের কাছে বাধা পেয়ে বিমানবন্দরেই ধরনায় বসেন ডেরেকরা। আরও পড়ুন- রাস্তায় বিক্রি হচ্ছে 'ডগ বিরিয়ানি'!

এর আগে সোনভদ্রে ঢোকার চেষ্টা করায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গতকাল নারায়ণপুরে আটক করে স্থানীয় এক গেস্ট হাউসে রাখা হয়েছিল। যেখানে সারারাত বিদ্যুত সংযোগ ছিল না। প্রিয়াঙ্কা এরপরেও ফিরে যেতে নারাজ।

Four-member Parliamentary delegation of Trinamool Congress (TMC) has been stopped by Varanasi police at Lal Bahadur Shastri International Airport in Babatpur, ahead of their visit to Sonbhadra where 10 people were killed in a land dispute incident on 17 July

এদিকে, সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম প্রিয়াঙ্কা নেমেছেন কোনও আন্দোলনে নেমে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছেন। প্রিয়াঙ্কার ওই সফরের আগে সোনভদ্রা এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়। মির্জাপুরে পুলিশের কাছে আটকে পড়ার পর প্রিয়াঙ্কা আজ ফের সোনভদ্রে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।প্রিয়াঙ্কার পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়ছে গোটা কংগ্রেস। রাহুল গান্ধীর পদত্যাগের পর এই প্রথম কংগ্রেস কোনও আন্দোলনে। আজ প্রিয়াঙ্কার আন্দোলনে যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন সভাপতি রাজ বব্বর। ছত্তিশগড়ের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভুপেশ বাগেলও আজ উত্তরপ্রদেশেও আসছেন।

প্রসঙ্গত, গত বুধবার সোনভদ্র জেলায় ৩৬ একর জমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১০ জনের প্রাণ যায়, আহত হন ২৪ জন। যোগী দত্ত নামের এক গ্রামপ্রধানের গুলিতে প্রাণ যায় কৃষকের। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now