Chinese Apps Banned by Indian Government: টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারির পথে ভারত সরকার

ভারত-চিন সংঘর্ষে এবার কোপ পড়তে চলেছে চিনা অ্যাপগুলিতে। সোমবার ভারত সরকার একটি বিবৃতি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপ। বিগত কয়েক বছর ধরে জাঁকিয়ে ব্যবসা করছে চিনা অ্যাপগুলি, কিন্তু কী হবে তাদের ভবিষ্যৎ?

টিকটক লোগো (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৯ জুন: ভারত-চিন সংঘর্ষে এবার কোপ পড়তে চলেছে চিনা অ্যাপগুলিতে (Chinese Apps)। সোমবার ভারত সরকার একটি বিবৃতি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে টিকটক (TikTok), হ্যালো (Helo), ইউসি ব্রাউজারের (UC Browser) মতো জনপ্রিয় অ্যাপ। বিগত কয়েক বছর ধরে জাঁকিয়ে ব্যবসা করছে চিনা অ্যাপগুলি, কিন্তু কী হবে তাদের ভবিষ্যৎ?

ইউসি ব্রাউজার (UC Browser) স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম ভরসাযোগ্য ব্রাউজার হিসেবে গণ্য। আর টিকটক বর্তমানে এতটাই ছেয়ে গেছে যা অন্যান্য বিদেশী সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিকে রীতিমতো টক্কর দেয়। দেশের কোটি কোটি মানুষ এই জনপ্রিয় অ্যাপগুলি ব্যবহার করে। এগুলি ছাড়াও যে অ্যাপগুলি দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাদের মধ্যে রয়েছে-উই চ্যাট, এমআই ভিডিও কল, ক্যাম স্ক্যানার, নিউজ ডগ, ইউসি নিউজ, উইবো, শেয়ার ইট। এর আগেও গোয়েন্দা সংস্থাগুলি ভারতকে গোপনীয়তা লঙ্ঘন কার্যক্ষমতা প্রসঙ্গে সতর্ক করে। আরও পড়ুন, মঙ্গলবার ভারত-চিনের কর্পস কমান্ডারদের তৃতীয় শীর্ষ স্তরীয় বৈঠক আয়োজিত হতে চলেছে লাদাখের চুশূলে

১৫ জুন গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্ত সংঘর্ষে ভারতের ২০ জন সেনা প্রাণ হারান। চিন দাবি করে তাদের সেনা হতাহতের সংখ্যা ২০'র কম। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান চিনা সেনা ভারত ভূখণ্ডে ঢুকতে পারেনি। মঙ্গলবার পূর্ব লাদাখে (East Ladakh) ভারত-চিন তৃতীয়বার শীর্ষ স্তরীয় বৈঠক হওয়ার কথা। ভারতের তরফে নেতৃত্ব দেবেন লাদাখ অঞ্চলের কর্পস কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং (Lt General Harinder Singh)। ভারত-চিন সীমান্ত (India-China Border Tension) সংঘর্ষ নিয়ে এর আগে এই মাসেই দু'বার সেনার শীর্ষ স্তরীয় বৈঠক হয়। জুন ৬ এ প্রথম বৈঠক হয়, এরপর ২২ জুন দ্বিতীয় বৈঠক হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now