Tigress Kareena Death: মহারাষ্ট্রে মৃত্যু হল ৬ বছরের বাঘিনী করিনার, করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা

ধবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) আওরঙ্গাবাদের সিদ্ধার্থ গার্ডেন চিড়িয়াখানায় (Siddharth Garden Zoo) মৃত্যু হল বাঘিনী করিনার (Tigress Kareena)। বছর ছয়েকের ওই বাঘিনী কয়েকদিন ধরেই অসুস্থ ছিল এবং গত দুদিন ধরে খাওয়াও বন্ধ করে দিয়েছিল। চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। আজ ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়।

বাঘ (Photo Credits: Pexels)

আওরঙ্গাবাদ, ২৪ জুন: বুধবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) আওরঙ্গাবাদের সিদ্ধার্থ গার্ডেন চিড়িয়াখানায় (Siddharth Garden Zoo) মৃত্যু হল বাঘিনী করিনার (Tigress Kareena)। বছর ছয়েকের ওই বাঘিনী কয়েকদিন ধরেই অসুস্থ ছিল এবং গত দুদিন ধরে খাওয়াও বন্ধ করে দিয়েছিল। চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। আজ ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে যে বাঘিনীর কিডনিতে সমস্যা নিয়েছিল এবং তারা চিকিৎসা শুরু করেছিল। এদিকে সতর্কতা বাঘিনীর লালরসের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুন: Ramdev: করোনা মোকাবিলায় আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতের দাবি করে মামলার জালে রামদেব পতঞ্জলি আয়ূর্বেদের এমডি আচার্য বালকৃষ্ণ

সিদ্ধার্থ গার্ডেন চিড়িয়াখানাতেই জন্ম হয়েছিল করিনার। অসুস্থ হওয়াতে তাকে পাশেই ভেটেরেনারি হাাসপাতালে ভর্তি করা হয়েছিল। করিনার চিকিৎসায় ছিলেন কয়েকজন অভিজ্ঞ ভেটেরেনারি ডাক্তার।