Rajouri Encounter: রাজৌরিতে শহিদ হলেন জখম হওয়া আরও তিন সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে শুক্রবার সকাল থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছিল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর।

Photo Credits: ANI

রাজৌরি: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রাজৌরিতে (Rajouri) শুক্রবার সকাল থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই (Encounter) চলছিল ভারতীয় সেনা (Indian Army) ও কাশ্মীর পুলিশের (Kashmir police) যৌথ বাহিনীর।

তার মাঝেই আচমকা ভারতীয় জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গিরা। এর ফলে ঘটনাস্থলেই শহিদ হয়েছিলেন দুই জওয়ান। জখম হয়েছিলেন আরও চারজন। তাঁদের মধ্যে তিন জন জওয়ানের (soldiers) চিকিৎসা চলাকালীন মৃত্যু (death) হল। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ।

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চলাকালীন সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হল ভারতীয় সেনা বাহিনী। রাজৌরির কান্দি বনে আচমকা বিস্ফোরণে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন এবং সেনা অফিসার সহ আরও চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে  আশেপাশের এলাকা থেকে অতিরিক্ত দলগুলিকে এনকাউন্টার সাইটে পাঠানো হয়েছে। আহত জওয়ান ও সেনা অফিসারদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনীর অপারেশনে একদল জঙ্গি ওই এলাকায় আটকা পড়েছে।গুলির লড়াইয়ে তাদের হতাহতের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর এখনও অপারেশন চলছে। আরও পড়ুন: Uttar Pradesh Road Accident: ট্রাক-টেম্পোর মুখোমুখি ধাক্কা, মৃত ৫, আহত ১০



@endif