Surat Bank Robbery: হলিউডের সিনেমা নকল করে মোদী রাজ্যে নিখুঁত ব্যাঙ্ক ডাকাতি

বড়দিনের আগে গুজরাটে রোমহর্ষক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা। হলিউডের সিনেমাকেও হার মানিয়ে সুরাটের ব্যাঙ্কের ৬টি লকার থেকে ৪০ লক্ষাধিক টাকার গহনাও মূল্যবান জিনিস ডাকাতি হয়ে গেল।

Surat Bank Robbery. (Photo Credits: X)

সুরাট, ২০ ডিসেম্বর: বড়দিনের আগে গুজরাটে রোমহর্ষক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা। হলিউডের সিনেমাকেও হার মানিয়ে সুরাটের ব্যাঙ্কের ৬টি লকার থেকে ৪০ লক্ষাধিক টাকার গহনাও মূল্যবান জিনিস ডাকাতি হয়ে গেল। মঙ্গলবার সকালে সুরাটের ইউনিয়ন ব্যাঙ্কের কিম ক্রস রোড শাখায় ৭৫টি লকারের মধ্যে ৬টি থেকে মূল্যবান সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা।

ব্য়াঙ্কের দেওয়ালে দু-ফুটের মত গর্ত করে একেবারে নিখুঁত পরিকল্পনা করে ৬টি লকার ভাঙে দুষ্কৃতীরা। এই কাজটা করার আগে অ্যালার্ম বন্ধ ও সিসি ক্যামেরা বিকল করে তারা।

সুরাটে ব্যাঙ্ক ডাকাতি

হলিউডের সিনেমা নকল করে ব্যাঙ্ক ডাকাতি

তদন্তকারীরা সুরাটের এই ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের 'দ্য ব্য়াঙ্ক জব'সিনেমার অনেকটা মিল পাচ্ছেন। ওই সিনেমাতে যেভাবে দেওয়ালে গর্ত করে লকার ভেঙে কয়েকজন মিলে নিখুঁত পরিকল্পনা করে ব্যাঙ্ক ডাকাতি করেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যেও তেমনভাবেই ব্যাঙ্ক ডাকাতি হল। আপাতত ৩টি লকারে থাকা ৪০ লক্ষ টাকার সোনার গহনা খোয়া গিয়েছে তা নিশ্চিত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

তদন্ত কোন পথে

সবচেয়ে অবাক করা কথা হল, দুষ্কৃতীরা এমনও কোনও রকম ক্লু বা অপরাধের সূত্র রেখে যায়নি, যা দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেওয়ালে গর্ত করার কোনও আওয়াজও কেউ পাননি। তবে ব্য়াঙ্ক সংলগ্ন, হাইওয়ে, রাস্তার পাশে থাকা কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গিয়েছে, পাঁচজনের একটি দল এই ব্যাঙ্ক ডাকাতিটি করেছে। দুষ্কৃতীদের ব্যাঙ্কের নকশা চেনা ছিল ও বেশ কয়েকবার সেই শাখায় গিয়েছিল বলে পুলিশের তদন্তে জানা যাচ্ছে। ব্যাঙ্কের কোনও কর্মী দুষ্কৃতীদের সাহায্য করে থাকতে বলেও অনুমান। ফাইবার দরজা ভেঙে ব্যাঙ্কের ভিতর তারা ঢুকেছিল, তেমনও নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু তার চেয়ে বেশী তেমন কিছুই জানা যাচ্ছে না।



@endif