COVID-19 Cases In India: ৯৩৪ জনের মৃত্যু ছুঁয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ১ হাজার ৫৪৩ জন, মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্ত ২৯ হাজার ৪৩৫
গত ২৪ ঘণ্টায় মৃত ৬২ জন। নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন। সবমিলিয়ে মঙ্গলবার দেশে মোট করোনা রোগীর (COVID-19 cases) সংখ্যা ২৯ হাজার ৪৩৫। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে হাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩৪। মহামারী ভয়বহতায় ধারাবাহিক ভাবেই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯০। রাজ্যে একদিনে করোনায় মৃত ২৭ জন। এটিই এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যা কেননা ৯ এপ্রিল মহারাষ্ট্রে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। এই বিরাট সংখ্যা মৃত্যুর পর রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬৯।
নতুন দিল্লি, ২৮ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় মৃত ৬২ জন। নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন। সবমিলিয়ে মঙ্গলবার দেশে মোট করোনা রোগীর (COVID-19 cases) সংখ্যা ২৯ হাজার ৪৩৫। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে হাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩৪। মহামারী ভয়বহতায় ধারাবাহিক ভাবেই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯০। রাজ্যে একদিনে করোনায় মৃত ২৭ জন। এটিই এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যা কেননা ৯ এপ্রিল মহারাষ্ট্রে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। এই বিরাট সংখ্যা মৃত্যুর পর রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬৯।
মহারাষ্ট্রের করোনা আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাণিজ্য নগরী মুম্বই। এখনও পর্যন্ত কোভিড-১৯ এ সেখানে মৃত ২৩৮ জন। মুম্বইতেই আক্রান্ত ৬ হাজার ৭৩৫ জন। পরেই রয়েছে পুনে। সেখানে মোট আক্রান্ত ১ হাজার ১৯৩ জন। মৃত ৮৭। রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৩ হাজার ১০৮-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৯০ জন। তবে মৃতের সংখ্যা ৫৪-তেই আটকে আছে। আরও পড়ুন- Popular Google Doodle Games: Google ডুডলের জনপ্রিয় গেম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এবার আপনার নাগালেই, বাড়িতে থেকে উপভোগ করুন
এদিকে সোমবার পাটনার রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন এক রোগীর শরীরে করোনার জীবাণু (COVID-19) মিলল। গত তিন সপ্তাহ ধরে ডাক্তার উমেশ প্রসাদের ইউনিটের অধীনে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি। বলা বাহুল্য ওই একই ইউনিটেই চিকিৎসা করান আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তাঁর চিকিৎসকও হলেন ডাক্তার উমেশ প্রসাদ। এদিকে ওই চিকিৎসকের অধীনে থাকা রোগীর শরীরে করোনার জীবাণু মিলতেই তৎপর হয়েউঠলেন লালু প্রসাদ যাদব। মঙ্গলবার তাঁর লালারসের পরীক্ষা হবে বলে খবর। এই মুহূর্তে ওই হাসপাতালের পেয়িং ওয়ার্ডে ভর্তি আছেন লালু প্রসাদ যাদব।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)