Prime Minister To Have His Own Tunnel: নিরাপত্তা বড় বালাই, সংসদে যেতে এবার ব্যক্তিগত সুড়ঙ্গ ব্যবহার করবেন নরেন্দ্র মোদি

বাসভবন থেকে পার্লামেন্টে (parliament building) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । এতদিন এই ঘটনা ঘটে আসছে। আগামীতেও ঘটবে, তবে অন্যান্যদের সঙ্গে তিনি আর যাতাযাতের পথ ভাগ করে নেবেন না।তাঁর নিজের জন্যই তৈরি হচ্ছে আলাদা সুড়ঙ্গ। বাসভবন থেকে পার্লামেন্টে যেতে সেই সুড়ঙ্গই ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে নর্থ ব্লক ও সাউথ ব্লক নতুন করে তৈরি হওয়ার পরে সেখানেই প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পার্লামেন্ট পর্যন্ত একটি সুড়ঙ্গ হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার কাজেই ব্যবহৃত হবে এই সুড়ঙ্গ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতেই এই পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর।

নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: বাসভবন থেকে পার্লামেন্টে (parliament building) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । এতদিন এই ঘটনা ঘটে আসছে। আগামীতেও ঘটবে, তবে অন্যান্যদের সঙ্গে তিনি আর যাতাযাতের পথ ভাগ করে নেবেন না।তাঁর নিজের জন্যই তৈরি হচ্ছে আলাদা সুড়ঙ্গ। বাসভবন থেকে পার্লামেন্টে যেতে সেই সুড়ঙ্গই ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে নর্থ ব্লক ও সাউথ ব্লক নতুন করে তৈরি হওয়ার পরে সেখানেই প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পার্লামেন্ট পর্যন্ত একটি সুড়ঙ্গ হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার কাজেই ব্যবহৃত হবে এই সুড়ঙ্গ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতেই এই পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, নর্থ ব্লক ও সাউথ ব্লকে দুটি জাতীয় সংগ্রহশালা তৈরি করা হবে।  রাজপথে সরকারি কর্মচারীদের বসবাসের জন্য দশটি নতুন ভবন তৈরির তথ্য দিয়েছেন বিমল প্যাটেল। তবে দূষণে হাঁসফাঁস দিল্লিতে রাজপথের খোলা জায়গাটুকুতেও বিল্ডিং তৈরি হলে অবস্থা যে আরও খারাপ হবে, সে প্রশ্নও তোলেন অনেকে। ২০২৪-এর মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার কথা। প্রধানমন্ত্রীর মতো হাই প্রোফাইল রাজনীতিবিদকে রাস্তা দিয়ে সফর করানো সব সময়ই অত্যন্ত ঝুঁকির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রধানমন্ত্রীর কনভয় পাস করানোর জন্য যে দীর্ঘক্ষণ ট্র্যাফিক আটকে আটকে থাকে। এর ফলে সাধারণ মানুষেরও নিদারুণ হয়রানি হয়। তাই প্রধানমন্ত্রীর চলার পথ যদি সুড়ঙ্গে বদলে যায় তাহলে কনভয়ের কবলে পড়ে হয়রানির হাত থেকে বাঁচবে জনজীবন। সেন্ট্রাল ভিস্তার মাস্টার প্ল্যানার বিমল প্যাটেল এই সংক্রান্ত একটি প্রেজেন্টেশনে এই বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনকে সাউথ ব্লকের খুব কাছে নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে। আরও পড়ুন- PM Narendra Modi: অযোধ্যায় রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠন করছে কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিকে বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ট্রাস্ট (Ram Temple Trust) গঠন করছি। রাজধানীর বিধানসভা নির্বাচনের আগে ফের দাঁও মারতে মাঠে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হিন্দুত্বের জিগির তুলে সিএএ আনতে গিয়ে রাজধানীতেই সবথেকে বেশি বিরোধিতার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। এখনও চলছে তার জের। তার উপরে রামভক্তরা বিজেপি নেতাদের বেফাঁস মন্তব্যে অনুপ্রাণীত হয়ে কখনও জামিয়া মিলিয়া ইসলামিয়া তো কখনও শাহিন বাগে বন্দুকে ঔদ্ধত্য উসকানিতে আগুন জ্বালাচ্ছে। এমতাবস্থায় সেই রামমন্দির আবেগকে উসকে দিয়ে ফের ভোটের বৈতরণী পেরিয়ে যেতে আসরে নেমে পড়লেন নরেন্দ্র মোদি। এদিন লোকসভায় তিনি জানান, সুপ্রিম রায় মেনেই রামমন্দির তৈরির জন্য তাঁর সরকার ট্রাস্ট গঠন করতে চলেছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now