HP Elections 2022: হিমাচলে জিতলেন মাত্র একজন মহিলা প্রার্থী, ধরাশায়ী হেভিওয়েটরা

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল হতাশ করেছে বিজেপি-কে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা অনেক প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না।

Vote (Photo Credit: File pic)

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Elections 2022) ফল হতাশ করেছে বিজেপি (BJP)-কে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা অনেক প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না। এদিকে, হিমাচলে ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী জিতেছেন। মানে ৬৮ সদস্য়ের হিমাচল বিধানসভায় দেখা যাবে মাত্র একজন মহিলা বিধায়ককে। সেই একমাত্র মহিলা বিধায়ক হলেন বিজেপি-র রীনা কাশ্যপ। যিনি পাছহাদ কেন্দ্র থেকে হারান কংগ্রেসের দয়াল পেয়ারিকে। অথচ হিমাচলে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ৪৯ শতাংশ। এবং শতাংশের হিসেবে পুরুষদের থেকে এবারও হিমাচলে বেশী সংখ্যক মহিলা ভোট দিয়েছেন। রাজ্যের তিনটি বিধানসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। অথচ সেখানে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা একেবারেই নগন্য।

হিমাচল বিধানসভা নির্বাচনে বিজেপি ৬, আম আদমি পার্টি ৫ ও কংগ্রেস ৩ জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল। সেখানে জিতলেন একমাত্র বিজেপি-র রীনা কাশ্যপ। ২০২১ বিধানসভা উপনির্বাচনেও জিতেছিলেন তিনি। 2022 হিমাচল বিধানসভায় যেখানে রীনাই একমাত্র মহিলা প্রতিনিধি, যেখানে ২০১৭ বিধানসভায় হিমাচলে জিতেছিলেন চারজন মহিলা প্রার্থী। আরও পড়ুন-পরিচয় লুকিয়ে দিঘায় হোটেল ম্যানেজারের কাজ করছিল জেল পলাতক খুনি! ১৫ বছর পর গোয়া পুলিশের জালে

দেখুন টুইট

এবার হিমাচলে সবাইকে অবাক করে সব হেভিওয়েট মহিলা প্রার্থীরা হিরে গিয়েছেন। কাংরার চারবারের মহিলা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সারভিন চৌধুরী, ডালহৌসি কেন্দ্রের ৬ বারের কংগ্রেসী মহিলা বিধায়ক আশা কুমারী, বিজেপি-র দাপুটে নেত্রী রীতা ধিমান (ইন্দোরা), বর্ষীয়ান কংগ্রেস নেতা কউল সিংয়ের মেয়ে চম্পা কুমার (মান্ডি কেন্দ্র)-সবাই হেরে গিয়েছেন।

এবার হিমাচল নির্বাচনে ৪৩৪৭ জন পরুষ প্রার্থী ছিলেন। সেখানে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ২০৬।