The Kashmir Files: কাশ্মীরি পণ্ডিতদের ক্ষতে 'নুনের ছিঁটে' , ইজরায়েলের লাপিডের মন্তব্যে ক্ষোভ

The Kashmir Files (Photo Credit: File Photo)

'দ্য কশ্মীর ফাইলস' (The Kashmir Files) 'প্রোপাগন্ডা' ফিল্ম।  ইজরায়েলের নাদাভ লাপিডের এই মন্তব্যের জেরে মঙ্গলবার থেকে শোরগোল শুরু হয়। কাশ্মীর ফাইলস নিয়ে যখন বিতর্ক শুরু হয় দেশ জুড়ে, সেই সময় কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit) কার্যত ফুঁসে উঠলেন। জম্মুর কাশ্মীরি পণ্ডিতরা বলেন, কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে, তা মাত্র ৫ শতাংশ। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে উপত্যকায় কী হয়, তার ৯৫ শতাংশ সিনেমায় দেখানো হয়নি। নাদাভ লাপিড যে মন্তব্য করেছেন, তা কাশ্মীরি পণ্ডিতদের ক্ষতে নুন ছেটানোর সমান বলেও মন্তব্য করেন যোগেশ পণ্ডিত নামে জম্মুর এক বাসিন্দা।

আরও পড়ুন:  The Kashmir Files: 'ভারত ভাগ করতে চান যাঁরা, তাঁরাই কাশ্মীর ফাইলসকে প্রোপাগন্ডা বলছেন', তোপ বিবেকের