Coronavirus Second Wave: ২.১৭ লাখ দৈনিক সংক্রামিত, করোনার গ্রাসে ভারত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (Coronavirus Second Wave) ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। করোনাকালে ভারতে দৈনিক সংক্রমণ সমস্ত পুরোনো রেকর্ড ভাঙল আজ অর্থাৎ শুক্রবার।

Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ১৬ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (Coronavirus Second Wave) ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। করোনাকালে ভারতে দৈনিক সংক্রমণ সমস্ত পুরোনো রেকর্ড ভাঙল আজ অর্থাৎ শুক্রবার। আজকের দিনটি নিয়ে দুদিন দেশের দৈনিক আক্রান্ত ২ লাখের গণ্ডী ছাড়িয়ে গেল। একই ভাবে দৈনিক করোনার বলি হাজার ছাড়াল আজ নিয়ে দু’দিন হল।গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ১৮৫ জন। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩টি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৮৬৬ জন। একই সঙ্গে দেশে করোনায় সুস্থতার ৮৮. ৩১ শতাংশ। আরও পড়ুন-West Bengal Weather Update: বর্ষবরণের পরের দিনে বৃষ্টিতে ভিজবে মহানগরী, পূর্বাভাস

এখনও পর্যন্ত দেশে ২৬ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৬২৫টি নমুনার কোভিড টেস্ট হয়েছে আইসিএমআর-এর তত্ত্বাবধানে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ১১ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৫০৯ জন এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন।