Farmers’ Protest: সিঙ্ঘু টিকরি গাজিপুর সীমান্তে পানীয় জল ও শৌচালয় ব্যবহারে সুযোগ পাচ্ছেন না আন্দোলনরত কৃষকরা
কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে গত নভেম্বর থেকে রাজধানীর তিন সীমানায় আন্দোলন করে চলেছেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা (Farmers’ Protest))। দিন যত যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই আন্দোলনের সমর্থনে আসছে মানুষ। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই কৃষক আন্দোলন এখন আর শুধু ভারতে নয় গোটা বিশ্বের আলোচ্য হয়ে উঠেছে। এদিকে শোনা যাচ্ছে, সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলন যত জোরদার হচ্ছে ততই আন্দোলনকারীদের ব্যবহৃত বাথরুম, শৌচালয় এবং জলের পরিষেবাকে সীমাবদ্ধ করছে প্রশাসন।
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি: কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে গত নভেম্বর থেকে রাজধানীর তিন সীমানায় আন্দোলন করে চলেছেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা (Farmers’ Protest))। দিন যত যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই আন্দোলনের সমর্থনে আসছে মানুষ। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই কৃষক আন্দোলন এখন আর শুধু ভারতে নয় গোটা বিশ্বের আলোচ্য হয়ে উঠেছে। এদিকে শোনা যাচ্ছে, সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলন যত জোরদার হচ্ছে ততই আন্দোলনকারীদের ব্যবহৃত বাথরুম, শৌচালয় এবং জলের পরিষেবাকে সীমাবদ্ধ করছে প্রশাসন। রিপোর্টে জানা গিয়েছে, আন্দোলনরত কৃষকরা প্রায় আট কিলোমিটার দীর্ঘ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। শৌচালয়ে যেতে বা পানীয় জল আনতে তাঁদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। আরও পড়ুন-Srijan Roy Back To TMC: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়
যখন থেকে দিল্লির দিকে একের পর ব্যারিকেড, কাঁটাতারের বেড়া উঠেছে ততই দিল্লি সরকারের সরবরাহ করা পানীয় জল আন্দোলনকারীদের কাছে পৌঁছাতে বিঘ্ন ঘটছে। এমনকী আন্দোলনকারীরা শৌচালয়ও ব্যবহারের ঠিকমতো সুযোগ পাচ্ছেন না। দেশে যে কৃষক আন্দোলন চলচছে তার সমর্থনে ইতিমধ্যেই আন্তর্জাতিক সেলেবরা মুখ খুলেছেন। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা। এর প্রতিক্রিয়ায় বুধবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে আন্তর্জাতিক সেলেবদের এই সমর্থনকে তীব্র নিন্দা করে এটিকে বলা হয়েছে, সঠিকও নয় দায়বদ্ধও নয়। ভারতের কৃষক আন্দোলনের সপক্ষে মঙ্গলবার পপ তারকা রিহানা টুইট করতেই আন্তর্জাতিক মহলে নড়াচড়া শুরু হয়ে যায়। অস্বস্তি ঢাকতে সরাসরি জাতীয়তাবাদের অস্ত্রে শান দিয়ে পাল্টা প্রচারে সুর চড়ায় ভারত সরকার। আন্দোলনরত কৃষকদের সমর্থন করেছেন গ্রেটা থুনবার্গ, জিম কোস্টা, মিনা হ্যারিস, রিহানা প্রমুখ।