Telangana: স্ত্রী মাটন রান্না করেনি, পুলিশের ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানালেন মত্ত ব্যক্তি!
জরুরি পরিস্থিতিতে ১০০ নম্বরে ডায়াল (Dials 100) করে পুলিশের সহযোহিতা পাওয়া যায়। কিন্তু তেলেঙ্গানার (Telangana) এক ব্যক্তি ১০০ নম্বরে বারবার ডায়াল করে অভিযোগ করলেন সম্পূর্ণ অন্য বিষয়ে। স্ত্রী মাটন (Mutton) রান্না করেনি, এই অভিযোগ জানাতেই ১০০ নম্বরে ফোন করেন তিনি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা (Nalgonda) জেলায়। কানাগাল মণ্ডলের চের্লা গৌরারাম গ্রামের নবীন তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে একবার নয়, মোট ছ'বার ১০০ নম্বরে ডায়াল করেছেন।
হায়দরাবাদ, ২০ মার্চ: জরুরি পরিস্থিতিতে ১০০ নম্বরে ডায়াল (Dials 100) করে পুলিশের সহযোহিতা পাওয়া যায়। কিন্তু তেলেঙ্গানার (Telangana) এক ব্যক্তি ১০০ নম্বরে বারবার ডায়াল করে অভিযোগ করলেন সম্পূর্ণ অন্য বিষয়ে। স্ত্রী মাটন (Mutton) রান্না করেনি, এই অভিযোগ জানাতেই ১০০ নম্বরে ফোন করেন তিনি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা (Nalgonda) জেলায়। কানাগাল মণ্ডলের চের্লা গৌরারাম গ্রামের নবীন তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে একবার নয়, মোট ছ'বার ১০০ নম্বরে ডায়াল করেছেন।
হোলি উপলক্ষে বাড়িতে মাটন এনেছিলেন নবীন, অল্প-বিস্তর নেশাও করেছিলেন। উৎসবের দিনে তাঁর স্ত্রী মাটন রান্না করতে অস্বীকার করায় তিনি ক্ষুব্ধ হন। এরপরই তিনি পুলিশের ১০০ নম্বরে ফোন করেন। পুলিশ প্রথমে এটিকে একটি প্র্যাঙ্ক কল হিসাবে উপেক্ষা করেছিল। কিন্তু নবীন বারবার ফোন করতে থাকায় বিষয়টি পুলিশের উঁচু তলায় পৌঁছায়। যারা নবীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন সকালে কয়েকজন পুলিশ কর্মী নবীনের বাড়িতে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
এক পুলিশ কর্তা জানিয়েছেন, নবীনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯০, ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জনগণকে ডায়াল ১০০-র সুবিধার অপব্যবহার না করার জন্য আবেদন করেছে।