Dr BR Ambedkar Statue in Hyderabad: হায়দরাবাদে বাবাসাহেব আম্বেদকরের ১২৫ ফুট মূর্তির পর্দা উন্মোচন করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
শুক্রবার ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনে হায়দরাবাদে তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তির পর্দা উন্মোচন করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
হায়দরাবাদ: শুক্রবার ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের (Dr BR Ambedkar) জন্মদিনে হায়দরাবাদে (Hyderabad) তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তির (125 ft-tall statue) পর্দা উন্মোচন করলেন (unveils) তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana CM K Chandrashekar Rao)।
দেখুন ভিডিয়ো:
এই অনুষ্ঠানে তেলাঙ্গানার বিভিন্ন দফতরের মন্ত্রী ও সরকারি আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ডঃ বাবাসাহেব আম্বেদকরের নাতি (Dr BR Ambedkar's grandson) ও বঞ্চিত বহুজন আগাডির সভাপতি (Vanchit Bahujan Aaghadi president) প্রকাশ আম্বেদকরও (Prakash Ambedkar)। আরও পড়ুন: Modi Attacks Congress From Guwahati: 'আগের সরকার দেশের উন্নতিতে কৃতিত্ব নিতে পারছে না বলে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে', ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য