Udhayanidhi Stalin: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা উদয়ানিধির
সনাতন ধর্মকে তুলনা করেছিলেন ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।
সনাতন ধর্মকে তুলনা করেছিলেন ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। সেই ঝড়ে থামতে না থামতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (M. K. Stalin) ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়ানিধি (Udhayanidhi Stalin)ফের বিতর্কিত মন্তব্য করলেন। তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিজেপি। এমন অভিযোগ তোলার পর তামিলনাড়ুর যুব কল্যান ও ক্রীড়ামন্ত্রী উদয়ানিধি স্ট্য়ালিন বললেন, "বিজেপি হল বিষাক্ত সাপের মত। ওদের নিয়ে মানুষকে সাবধান থাকতে হবে।"
তামিলনাড়ুতে বিজেপির শক্তিবৃদ্ধি নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK)-কে দুষলেন স্ট্যালিন পুত্র। AIADMK চুপচাপ বসে থেকে বিজেপিকে জমি ছেড়ে দিচ্ছে বলে দাবি উদয়ানিধির। তবে তামিলনাড়ুতে বিজেপি কিছুই করতে পারবে না বলে তাঁর দাবি। প্রসঙ্গত, তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই স্ট্যালিন সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। যদিও এআইএডিএমকে-কে ছাড়া দক্ষিণের এই রাজ্যে বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলিতে একেবারেই খারাপ ফল করছে। আরও পড়ুন-বিজেপি ও আরএসএস-এর সঙ্গে হিন্দুত্ববাদের কোনও সম্পর্ক নেই, মন্তব্য রাহুল গান্ধীর
দেখুন টুইট
ক দিন আগে সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার, করোনার মত রোগের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন উদয়ানিধি। চেন্নাইয়ের এক সভায় বক্তৃতা রাখতে দিয়ে স্টালিন পুত্র বলেছিলেন, 'কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে'। তিনি এও দাবি করেছেন, সনাতন ধর্ম সমাজিক ন্যায় এবং সাম্যের বিরুদ্ধে। তাই একে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে।