Tamil Nadu: সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বদলি ৫ পুলিশ কর্মী! কোথায় ঘটল এই ঘটনা?
সৌন্দর্য প্রতিযোগিতায় (Beauty Pageant) অংশ নেওয়ার কারণে সাসপেন্ড হলেন তামিলানাড়ু পুলিশের (Tamil Nadu Police) ৫ কর্মী। একটি সৌন্দর্য প্রতিযোগিতায় পুলিশ কর্মীরা র্যাম্পে (Ramp) হাঁটার পরেই নাগাপট্টিনমের (Nagapattinam) পুলিশ সুপারের কাছ থেকে বদলির নির্দেশ আসে।
মায়িলাদুথুরাই, ৫ অগাস্ট: সৌন্দর্য প্রতিযোগিতায় (Beauty Pageant) অংশ নেওয়ার কারণে বদলি হলেন তামিলানাড়ু পুলিশের (Tamil Nadu Police) ৫ কর্মী। একটি সৌন্দর্য প্রতিযোগিতায় পুলিশ কর্মীরা র্যাম্পে (Ramp) হাঁটার পরেই নাগাপট্টিনমের (Nagapattinam) পুলিশ সুপারের কাছ থেকে বদলির নির্দেশ আসে।
গত রবিবার মায়িলাদুথুরাই জেলার সেম্বানারকোভিলে একটি বেসরকারি সংস্থা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে অভিনেত্রী ইয়াশিকা আনন্দ বিশেষ আমন্ত্রিত হিসাবে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন পুলিশ কর্মী রেণুকা, অশ্বিনী, নিত্যসীলা এবং শিভানেসান। এছাড়াও বিশেষ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুব্রামনিয়ানও অংশ নেন। এদিকে এই সংক্রান্ত খবর পরেরদিন সংবাদমাধ্যমে ভাইরাল হয়। আরও পড়ুন: RBI Hikes Repo Rate: রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
খবর ভাইরাল হতেই নাগাপট্টিনম জেলার পুলিশ সুপার জাওয়াগর ওই পুলিশ কর্মীদের বদলি করার নির্দেশ জারি করেন।