Swati Maliwal Row: কেজরির আপ্ত সহায়ক বিভব কুমারের জামিনের আবেদনের শুনানি শুরু হতেই আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেললেন স্বাতী মালিওয়াল

স্বাতী মালিওয়াল ইস্যুতে তোপ দাগতে শুরু করে বিজেপি।সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলনে হাজির হন। সাংবাদিকদের সামনে স্মৃতি ইরানি কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

Swati Maliwal (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ মে: এবার আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেললেন স্বাতী মালিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানি শুরু হতেই আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেলেন আপ সাংসদ। প্রসঙ্গত স্বাতী মালিওয়ালের হেনস্থার অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপ্ত সহায়ককে। বিভব কুমারের গ্রেফতারির পর সোমবার তাঁর জামিনের আবেদনের শুনানি শুরু হতেই, আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেলেন স্বাতী মালিওয়াল।

আরও পড়ুন: Swati Maliwal Row: 'হেনস্থা' প্রসঙ্গে প্রথম মুখ খুললেন স্বাতী মালিওয়াল, আপ সাংসদ লিখলেন 'খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে...'

এদিকে o স্মৃতি বলেন, কেজরিওয়ালের বাসভবনে যখন স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, সেই সময় মুখ্যমন্ত্রীর পরিবারের এবং আপের কে সেখানে হাজির ছিলেন? এ বিষয়ে স্বাতী মালিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়াল জবাব দিন। শুধু তাই নয়, কেজরিওয়ালের হাজিরায় কীভাবে স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করা হল বলেও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেজরিওয়াল কেন এ বিষয়ে কোনও কথা বলছেন না, সে বিষয়েও প্রশ্ন তুলতে শোনা যায় স্মৃতি ইরানিকে। সেই সঙ্গে মানুষ এ বিষয়ে সমস্ত উত্তর জানতে চান বলেও স্মৃতি ইরানিকে বলতে শোনা যায়।