Swati Maliwal Assault Row: 'কেজরির ড্রয়িং রুমে বিভব কুমার তাঁকে বাজেভাবে মারধর করেন', দাবি স্বাতী মালিওয়ালের

আপ সাংসদ অভিযোগ করেন, কেজরিওয়ালের ড্রয়িং রুমে তাঁকে অত্যন্ত বাজেভাবে মারধর করেন বিভব কুমার। ওই ঘটনার পর তিনি বিভব কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

Swati Maliwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩১ মে: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমারের (Bibhav Kumar)  বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। আপ সাংসদ অভিযোগ করেন, কেজরিওয়ালের ড্রয়িং রুমে তাঁকে অত্যন্ত বাজেভাবে মারধর করেন বিভব কুমার। ওই ঘটনার পর তিনি বিভব কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিন তাঁর চরিত্র নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাতী মালিওয়াল।। পাশাপাশি ওই ঘটনার পর বিভব কুমারকে নিয়ে কেজরিওয়াল লখনউতে যান। অমৃতসরেও যান বলে অভিযোগ করেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান।

শুনুন কী বললেন স্বাতী মালিওয়াল...

 

আরও পড়ুন: Swati Maliwal Row: জামিন পেলেন না বিভব, স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে কেজরির PA-এর পুলিশ হেফাজত আরও ৩ দিন বাড়ল

এরপর দিল্লি পুলিশ যখন বিভব কুমারকে গ্রেফতার করে, তখন আপ রাস্তায় নেমে প্রতিবাদ করে। দলের প্রায় প্রত্যেক সদস্য বিভব কুমারের গ্রেফতারির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে বলে অভিযোগ করেন স্বাতী। প্রত্যেকে এমন ভাব করেন যেন ওই ঘটনার পর বিভব কুমার হিরো এবং তিনি ভিলেন হয়ে গিয়েছেন বলে কটাক্ষ করেন স্বাতী মালিওয়াল। তবে তাঁর পাশে কেউ থাকুন বা না থাককুন, তিনি প্রতিবাদ করবেন। কোনওভাবে তিনি দমে যাবেন না বলেও স্পষ্ট জানান আপ সাংসদ স্বাতী মালিওয়াল।