Swachh Survekshan 2020 Results: পরপর চারবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর

পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। আজ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০-র (Swachh Survekshan 2020) ফল প্রকাশ হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর (Cleanest City) হচ্ছে ইন্দোর। এনিয়ে পর পর ৪ বার শীর্ষস্থানে জায়গা করে নিল এই শহর। গুজরাতের সুরাত দেশের দ্বিতীয় সবচেয়ে পরিষ্কার শহর। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।

Swachh Survekshan 2020 Results (Photo Credits: @MoHUA_India)

নতুন দিল্লি, ২০ অগাস্ট: পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। আজ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০-র (Swachh Survekshan 2020) ফল প্রকাশ হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর (Cleanest City) হচ্ছে ইন্দোর। এনিয়ে পর পর ৪ বার শীর্ষস্থানে জায়গা করে নিল এই শহর। গুজরাতের সুরাত দেশের দ্বিতীয় সবচেয়ে পরিষ্কার শহর। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।

১ লাখের কম জনসংখ্যার বিভাগে, মহারাষ্ট্রের করাদ প্রথম স্থান অর্জন করেছে, তারপরে ওই রাজ্যেরই সাসওয়াদ এবং লোনাভালা রয়েছে। সামগ্রিক পারফরম্যান্সের ক্ষেত্রে সেরা রাজ্যগুলিকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছিল- একশোর বেশি আরবান লোকাল বডি (ইউএলবি) থাকা রাজ্য এবং একশোর কম ইউএলবি থাকা রাজ্য। প্রথম বিভাগে-ছত্তিসগড় দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছে। দ্বিতীয় বিভাগে ঝাড়খণ্ড এই পুরস্কার জিতেছে। আরও পড়ুন: COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার, ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি

মোট ১২৯ টি শীর্ষ শহর ও রাজ্যকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি এই পুরস্কার দিয়েছেন ‘স্বচ্ছ মহোৎসব’ নামের ভার্চুয়াল প্রোগ্রামে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এই কর্মসূচির আয়োজন করেছিল। ফলাফল ঘোষণা করার কথা ছিল এমন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির। তবে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।