সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২০ মার্চ: আর কত প্রজন্ম ধরে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণ থাকবে, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণের বিষয় সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৫ বিচারপতির ডিভিশনবেঞ্চ এই প্রশ্ন তুলেছে। চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি দিনের পর দিন চলতে থাকার কোনও অর্থ নেই। চাকরি ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ সংবিধানের সমানাধিকারের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে দেয়। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সরকারি আইনজীবী মুকুল রোহতাগি বলেন, “১৯৩১ সালের জনগণনার ভিত্তিতে এই সংরক্ষণের বিল পেশ হয়েছিল। সেই বিলের এবার পুনর্বিবেচনা করা উচিত। তবে গরিব ও পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্র।” আরও পড়ুন-US President Joe Biden Falls Up Stairs: বিমানে ওঠার সময় সিঁড়িতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন

রোহতাগি বলেছেন, সংরক্ষণ জরুরি কি জরুরি নয়, তা পুরোপুরি রাজ্যের এক্তিয়ারে পড়ে। তাই কে সংরক্ষণ পাবেন আর কে পাবেন না, তাও রাজ্যই ঠিক করবে। স্বাধীনতার পর ৭০ বছর কেটে গেছে। এবং এর মধ্যে রাজ্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। তারপরেও যে উন্নয়ন হয়েছে, আপনারা মনে করতে পারবেন। কারণ এতদিনে কোনও পিছিয়ে পড়া সম্প্রদায় সমাজের মূল স্রোতে মিসে গেছে বলতে পারেন। প্রশ্ন তুলেছে সুপ্রিমকোর্ট।


আপনি এটাও পছন্দ করতে পারেন

ICC T20I WC 2024 Reserve Day: টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে থাকছেনা রিজার্ভ ডে, কীভাবে হবে ফাইনালিস্ট নির্ণয়?

Arvind Kejriwal: কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ চেয়ে দায়ের হওয়া মামলা 'ভিত্তিহীন', হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ মামলা

Ladakh Northern Lights: সৌরঝড়ের মেরুজ্যোতির বর্ণিল আলো দেখা গেল লাদাখেও, দেখুন ছবিতে

Arvind Kejriwal: অন্তর্বতী জামিনে ২১ দিনের মুক্তিতে কী কী করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল, দেখুন

Bhajanlal Sharma: দুর্নীতিমুক্ত করতে এসে দুর্নীতির পাঁকে পড়ে গিয়েছে কেজরিওয়াল, মন্তব্য রাজস্থানের মু্খ্যমন্ত্রীর

SSC Recuriment Case: এসসিসি মামলায় ২৬ হাজার জনের চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Narendra Modi: যারা ভোট লুট করে তাঁরা ব্যালোট পেপারের সমর্থন করে, মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

Teachers' Recruitment Scam: হাইকোর্টে ধাক্কা! শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য সরকার