Supreme Court Notice To West Bengal: আয়ুষ্মান ভারত বাস্তবায়ন না হওয়াতে মামলা, পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) বাস্তবায়ন না করা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠাল। আয়ুষ্মান ভারত যোজনা ভারত সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প, যার লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের বিশেষত বিপিএল তালিকায় থাকা পরিবারগুলিকে স্বাস্থ্য বীমা দেওয়া। এই প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য বীমা দেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) বাস্তবায়ন না করা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠাল। আয়ুষ্মান ভারত যোজনা ভারত সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প, যার লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের বিশেষত বিপিএল তালিকায় থাকা পরিবারগুলিকে স্বাস্থ্য বীমা দেওয়া। এই প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য বীমা দেওয়া হচ্ছে।

সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, তাতে বলা হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার আসতে চলেছে দারিদ্র্যসীমার উপরে থাকা প্রায় ৪৫ কোটি ব্যক্তি। সস্তায় স্বাস্থ্য বীমা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই ৪৫ কোটি জনসংখ্যার কোনও ব্যক্তি সরকারি বা বেসরকারি বীমা প্রকল্পের আওতাভুক্ত নয় এবং অর্থনৈতিক অবস্থার নিরিখে আয়ুষ্মান ভারত যোজনায় সুবিধা গ্রহণকারীদের চেয়ে কিছুটা ভালো। তবে এই স্কিমের সুবিধাভোগীদের এর জন্য অল্প অর্থ প্রদান করতে হবে। আরও পড়ুন: Kolkata: কঙ্গনা রানাওয়াত-শিবসেনা সংঘাত, সঞ্জয় রাউতকে হুমকি ফোন করার অভিযোগে টালিগঞ্জ থেকে ধৃত যুবক

গতকাল দলের রাজ্য কর্ম সমিতির বৈঠকে বিভিন্ন ইশুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আয়ুষ্মান ভারত ও পিএমকিসান যোজনা প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন বলে অভিযোগ করেছেন জেপি নাড্ডা। নানা কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালাচ্ছেন বলেও দাবি করেন।