Shaheen Bagh: সবার সহমতের ভিত্তিতেই শাহীন বাগ ইশুর সমাধান সম্ভব, বললেন সুপ্রিম কোর্ট নিয়োজিত দুই মধ্যস্থতাকারী
সবার সহমতের ভিত্তিতেই শাহীন বাগ (Shaheen Bagh) ইশুর সমাধান সম্ভব বলে জানালেন সুপ্রিম কোর্ট নিয়োজিত দুই মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন (Sadhana Ramachandran) এবং সঞ্জয় হেগড়েরা (Sanjay Hegde)। বুধবার শাহিন বাগে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেখানে সিএএ (CAA)-র বিরুদ্ধে আন্দোলনকারীদের আলোচনার ডাক দেন তাঁরা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দু-মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহীন বাগে ধর্নায় বসেছেন মহিলারা। এতদিন ধরে দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী রাস্তা এভাবে আটকে রাখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দ কিশোর গর্গ এবং অমিত সাহানি। সোমবার সুপ্রিম কোর্ট দুই প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে, সাধনা রামাচন্দ্রন এবং প্রাক্তন চিফ ইনফরমেশন কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট।
নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: সবার সহমতের ভিত্তিতেই শাহীন বাগ (Shaheen Bagh) ইশুর সমাধান সম্ভব বলে জানালেন সুপ্রিম কোর্ট নিয়োজিত দুই মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন (Sadhana Ramachandran) এবং সঞ্জয় হেগড়েরা (Sanjay Hegde)। বুধবার শাহিন বাগে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেখানে সিএএ (CAA)-র বিরুদ্ধে আন্দোলনকারীদের আলোচনার ডাক দেন তাঁরা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দু-মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহীন বাগে ধর্নায় বসেছেন মহিলারা। এতদিন ধরে দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী রাস্তা এভাবে আটকে রাখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দ কিশোর গর্গ এবং অমিত সাহানি। সোমবার সুপ্রিম কোর্ট দুই প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে, সাধনা রামাচন্দ্রন এবং প্রাক্তন চিফ ইনফরমেশন কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট।
মধ্যস্থতাকারীরা উপস্থিত আন্দোলনকারীদের বলেন, '"আপনাদের আন্দোলনের অধিকার সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। কিন্তু আপনাদেরও অন্যদের অধিকারের কথা মাথায় রাখতে হবে।" সাধনা রামাচন্দ্রন বলেন, "সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিবাদের অধিকার আপনদের রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে। তবে আপনাদের মতো অন্যদেরও অধিকার রয়েছে। যেমন রাস্তা ব্যবহার করার, দোকান খোলার। আমরা এমন একটি সমাধান নিয়ে আসব যা এটি বিশ্বের জন্য উদাহরণ হয়ে উঠবে।" সংবাদমাধ্যমের আড়ালে এই বিষয়ে আলোচনার কথা বলেন মধ্যস্থতাকারীরা। কিন্তু তা মানতে নারাজ শাহীন বাগের প্রতিবাদীরা। সব আলোচনা সংবাদমাধ্যমের সামনেই হবে বলে দাবি করেন তাঁরা। এই ২৪ তারিখ সুপ্রিম কোর্টে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: Prime Minister Narendra Modi: দিল্লির হুনার হাট পরিদর্শনে এসে চা কিনে খেলেন প্রধানমন্ত্রী, মোদিকে দেখতে উপচে পড়ল ভিড়
পরে সাধনা রামচন্দ্রন বলে, "আমরা তাদের সাথে দেখা করেছি এবং তাদের কথা শুনেছি। আমরা তাদের জিজ্ঞাসা করেছি, তারা কি চায় যে আমারা আগামীকাল আসি, কারণ একদিনে আলোচনা শেষ করা সম্ভব নয়। তারা আমাদের আগামীকাল আসতে বলেছে। আমরা তাই করব।"