Indo Islamic Cultural Foundation Trust: এবার অযোধ্যায় তৈরি হবে মসজিদ, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে ট্রাস্ট গঠন সুন্নি ওয়াকফ বোর্ডের
রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হবে মসজিদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মসজিদ তৈরিতে ট্রাস্ট গঠন করল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। ট্রাস্টের নাম ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (Indo Islamic Cultural Foundation Trust)। ট্রাস্টের সদস্য হবেন ১৫ জন।
অযোধ্যা, ২৯ জুলাই: রাম মন্দিরের পর এবার অযোধ্যায় (Ayodhya) তৈরি হবে মসজিদ (Mosque)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মসজিদ তৈরিতে ট্রাস্ট গঠন করল উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড (Sunni Central Waqf Board)। ট্রাস্টের নাম ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (Indo Islamic Cultural Foundation Trust)। ট্রাস্টের সদস্য হবেন ১৫ জন।
গত বছরের নভেম্বরে অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেওয়ার পাশাপাশি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে দেওয়া হয়েছে ওই ৫ একর জমি। আরও পড়ুন: Ram Temple: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে বদ্রীনাথের মাটি ও অলকানন্দার জল গেল অযোধ্যায়
গতবছর ৯ নভেম্বর অযোধ্য জমি বিতর্কে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে বলা হয়, অযোধ্যস্থলে ২.৭৭ একর বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির। পাশাপাশি অযোধ্যার মধ্যেই বাবরি মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়া হবে মুসলিম পক্ষকে।