Coronavirus Lockdown: গ্রিন, অরেঞ্জ ও রেড; সোমবার থেকে তিন জোনেই খোলা মদের দোকান
ভারতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে (Maharashtra) সোমবার থেকে লকডাউন শিথিল করছে। রবিবার রাজ্য সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রেড জোন সহ সব জায়গায় মদের দোকান Liquor Stores) খোলা যাবে। তবে কনটেইনমেন্ট জোনে অঞ্চলে খোলা যাবে না মদের দোকান।
মুম্বই, ৩ মে: ভারতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে (Maharashtra) সোমবার থেকে লকডাউন শিথিল করছে। রবিবার রাজ্য সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রেড জোন সহ সব জায়গায় মদের দোকান Liquor Stores) খোলা যাবে। তবে কনটেইনমেন্ট জোনে অঞ্চলে খোলা যাবে না মদের দোকান।
রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে, রেড জোনে পড়া জেলাগুলিতে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অত্যবশকীয় নয় এমন দোকানও খোলা যাবে। প্রতিটি লেনে সর্বোচ্চ পাঁচটি দোকান বা স্টোর বিক্রিবাটা করতে পারবে। তবে কঠোর সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে। আরও পড়ুন: Handwara Encounter: 'আত্মত্যাগ কখনও ভুলব না', হান্দওয়ারায় শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
আক্রান্তের সংখ্যা বিচার করে রাজ্য সরকার মুম্বই, পুনে, পিম্পরি-চিন্চওয়াদ ও মালেগাঁও পৌরনিগমের আওতাধীন এলাকায় বেসরকারি অফিস খোলা যাবে না বলে জানিয়েছে। তবে গ্রিন ও অরেঞ্জ বেসরকারি অফিস খোলা যাবে। রেড জোন ও কনটেইনমেন্ট এলাকায় ৩৩ শতাংশ উপস্থিতি দিয়ে অফিস খোলা যেতে পারে।