Hassan Shocker: মন্দিরের লাইনে ছিঁড়ে পড়ল ইলেকট্রিকের তার, কর্নাটকে জখম একাধিক
শুক্রবার দুপুরে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটল কর্নাটকের হাসানের হাসনাম্বা মন্দিরে। লোকজন যখন মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় আচমকা একটি ইলেকট্রিকের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।
হাসান: শুক্রবার দুপুরে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটল কর্নাটকের (Karnataka) হাসানের (Hassan) হাসনাম্বা মন্দিরে (Hasanamba Temple)। লোকজন যখন মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় আচমকা একটি ইলেকট্রিকের তার (electric wire) ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এর ফলে বিদ্যুৎপৃষ্ট (electric shock) জখম হন বেশ কয়েকজন। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (hospital) নিয়ে যাওয়া হয়। এদিকে এই দুর্ঘটনার ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পুজোর লাইনে থাকা অন্যান্য লোকজনও। নিমিষে শুরু হয় তাড়াহুড়ো। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পদপিষ্ট (stampede) হওয়ার সম্ভাবনা তৈরি হয় মন্দির চত্বরে। পরে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
দেখুন ভিডিয়ো:
এই দুর্ঘটনা প্রসঙ্গে হাসানের পুলিশ সুপার মহম্মদ সুজিথা বলেন, "আনুমানিক দেড়টা নাগাদ মন্দিরের কাছাকাছি একটি তার ছিঁড়ে কিছু মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়। খবরটি ছড়িয়ে পড়তেই লোকজন আতঙ্কিত (panicked) হয়ে ছোটাছুটি করতে থাকেন। KEB এবং HESCOM আধিকারিকরা ঘটনাস্থলে আছেন। তাঁরা সমস্ত দিক পরীক্ষা করছেন। প্রথমে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়, পরে আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মন্দিরে বিগ্রহ দর্শনের জন্য সময় কম, তাই ভিড় বেশি হয়। এই কারণেই পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা এখন সবকিছু ঠিকঠাক করে রেখেছি।" আরও পড়ুন: 'দলের কিছু নেতা ভগবান রামকে ঘৃণা করে', ভিডিয়োতে শুনুন দল নিয়ে কী বললেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম!