IPL Auction 2025 Live

Nitish Kumar: আগামী ২,৩ দিনের মধ্যে বিজেপির এনডিএ জোটে ফিরতে পারেন নীতিশ, সূত্র

নীতিশ কুমার ইন্ডিয়া জোটের আরজেডি এবং কংগ্রেসের উপর চোটে রয়েছেন। লালু প্রসাদ যাদব কন্যা নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে ট্য়ুইট করেন, তা নিয়ে আরজেডির সঙ্গে জেডিইউয়ের চাপানউতোর শুরু হয়। যার জেরে ইতিমধ্যেই লালু-কন্যা ক্ষমাও চেয়েছেন বলে খবর।

Nitish Kumar (Photo Credit: Instagram)

দিল্লি, ২৬ জানুয়ারি: বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে বিহারে জেডিইউ এবং আরজেডির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, আগামী ২, ৩ দিনের মধ্যে নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত জেডিইউয়ের তরফে যেমন কোনও মন্তব্য করা হয়নি, তেমনি নীতিশ নিজেও কোনও কথা বলেননি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারে যে জোরদার রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন: Bharat Jodo Nyay Yatra: ঊনত্রিশে বিহারে রাহুল, মমতার পর নীতিশও থাকছেন না ন্যায় যাত্রায়, সূত্র

সূত্রের খবর, নীতিশ কুমার ইন্ডিয়া জোটের আরজেডি এবং কংগ্রেসের উপর চোটে রয়েছেন। লালু প্রসাদ যাদব কন্যা নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে ট্য়ুইট করেন, তা নিয়ে আরজেডির সঙ্গে জেডিইউয়ের চাপানউতোর শুরু হয়। যার জেরে বিতর্ক শুরু হলে, লালু-কন্যা পোস্ট মুছে ফেলেন। তবে লালু-কন্যাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি বিজেপির।

এদিকে আগামী ২৯ জানুয়ারি ভারত জোড়ো ন্যায়  যাত্রা নিয়ে বিহারে (Bihar) প্রবেশ করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল গান্ধী বিহারে প্রবেশ করলে, কংগ্রেসের ন্যায় যাত্রায় যোগ দেবেন না নীতিশ কুমার। সূত্রের তরফে মিলছে এমন খবর। ইন্ডিয়া জোটে কীভাবে আসন বণ্টন হবে, তা নিয়ে কোনও পরিকল্পনা না থাকায়, বিষয়টি নিয়ে অসন্তুষ্ট জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার (Nitish Kumar)। সেই কারণেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিহারে পর্বেশ করলে, তা থেকে দূরত্ব বজায় রাখতে চান নীতিশ।