Sonu Sood: জন্ম ৪ হাত, পা নিয়ে, বিহারের ছোট্ট শিশুকে নতুন জীবন দান করলেন 'গরিবের মসিহা' সোনু সুদ
সোনু জানান, তিনি এবং চৌমুখা কুমারী একসঙ্গে যাত্রা শুরু করেন, তা সম্পূর্ণ হয়েছে। ফলে বিহারের ওই শিশুকে এবার সুস্থ অবস্থায় তিনি বাড়ি ফেরৎ পাঠাবেন বলে জানান সোনু।
মুম্বই, ১০ জুন: ফের 'গরিবের মসিহা' অবতারে সোনু সুদ (Sonu Sood)। এবার বিহারের (Bihar) এক ছোট্ট শিশুকে যেন নতুন জীবন দান করলেন বলিউড অভিনেতা। বিহারের চৌমুখী কুমারের অতিরিক্ত চার হাত, পা নিয়ে জন্মায়। যার খোঁজ পেয়ে চৌমুখী কুমারীর সাহায্যে এগিয়ে াসেন সোনু সুদ। চৌমুখীকে সুরাটের একটি হাসপাতালে পাঠান সোনু। হাসপাতালে ভর্তির পর টানা ৭ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ ওই শিশু। যে খবর সোনু নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়া করেন।
View this post on Instagram
সোনু জানান, তিনি এবং চৌমুখা কুমারী একসঙ্গে যাত্রা শুরু করেন, তা সম্পূর্ণ হয়েছে। ফলে বিহারের ওই শিশুকে এবার সুস্থ অবস্থায় তিনি বাড়ি ফেরৎ পাঠাবেন বলে জানান সোনু।
আরও পড়ুন: Jammu and Kashmir: সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে উত্তেজনা, জম্মুতে বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ
সোনু সুদের কথা জানতে পেরে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন সুনীল শেট্টি, পূজা ভাট, এষা গুপ্তারা। কোভিড (COVID 19) থেকে লকডাউন (Lockdown), বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এবারও যেন বিহারের ছোট্ট শিশুর পাশে দাঁড়িয়ে কার্যত মসিহার রূপ নিলেন সোনু সুদ।