Sonu Sood On 'New Mission': ঠাকুর্দা প্রয়াত, জর্জিয়াতে আটকে পড়া অসহায় নাতিকে দেশে ফেরাতে তৎপর গরিবের মসীহা সোনু সুদ

একদিন আগেই অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কেভি পল্লি মণ্ডলের দরিদ্র কৃষক নাগেশ্বর রাওয়ের দুই মেয়েকে মাঠে লাঙল দেওয়া বলদের কাজ করতে দেখে তাঁর হৃদয় কেঁদে উঠেছিল। দেরি না করে ওই পরিবারের জন্য ট্রাক্টর পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। বলেন, মেয়েদের পড়াশোনায় নজর দেওয়া উচিত। এবার থেকে পরিবারের হাল টানবে এই ট্রাক্টর। যদিও নাগেশ্বর রাও-কে প্রথমে দুটি বলদ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তা বদল করেন সোনু সুদ। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গরিবের মসিহা সোনু সুদ আবার প্রচারের আলোতে চলে আসেন। এবার এক নেটিজেনের অনুরোধে জর্জিয়ার রাজধানী তবিলিসিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর হলেন তিনি।

Sonu Sood On 'New Mission': ঠাকুর্দা প্রয়াত, জর্জিয়াতে আটকে পড়া অসহায় নাতিকে দেশে ফেরাতে তৎপর গরিবের মসীহা সোনু সুদ
অভিনেতা সোনু সুদ (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ জুলাই: একদিন আগেই অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কেভি পল্লি মণ্ডলের দরিদ্র কৃষক নাগেশ্বর রাওয়ের দুই মেয়েকে মাঠে লাঙল দেওয়া বলদের কাজ করতে দেখে তাঁর হৃদয় কেঁদে উঠেছিল। দেরি না করে ওই পরিবারের জন্য ট্রাক্টর পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। বলেন, মেয়েদের পড়াশোনায় নজর দেওয়া উচিত। এবার থেকে পরিবারের হাল টানবে এই ট্রাক্টর। যদিও নাগেশ্বর রাও-কে প্রথমে দুটি বলদ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তা বদল করেন সোনু সুদ। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গরিবের মসিহা সোনু সুদ আবার প্রচারের আলোতে চলে আসেন। এবার এক নেটিজেনের অনুরোধে জর্জিয়ার রাজধানী তবিলিসিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর হলেন তিনি।

মহামারী করোনার জেরে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশে বহু ভারতীয় আটকে আছেন। এই তালিকায় পড়ুয়াদের সংখ্যাও নেহাত কম নয়। জর্জিয়াতে আটকে পড়া এমনই পড়ুয়াদের দেশে ফেরাতে কাজ শুরু করলেন সোনু সুদ। টুইটারে সেজন্য লিখলেন, ‘New Mission, On it.’ দিশা নামের এক নেটিজেন টুইটারে জানান, জর্জিয়ার রাজধানী তবিলিসি-তে তাঁর দাদা আটকে পড়েছে। মহামারী জেরে দেশে ফিরতে পারছে না। এদিকে তাঁদের ঠাকুর্দা কিছুদিন হল স্বর্গবাসী হয়েছেন। এই পরিস্থিতিতে দাদা দূরদেশে আটকে থাকায় বাবা-মা একদম ভাল নেই। তাই সোনু সুদের কাছে দাদাকে ফেরানোর আর্জি জানান ওই তরুণী। দীক্ষার আর্জিতে সারা যে দিয়েছেন, তা অভিনেতার রিপ্লাই দেখলেই বোঝা যাবে। আরও পড়ুন-India’s second digital strike on China: চিনের বিরুদ্ধে দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইক, এবার ভারতে নিষিদ্ধ PUBG-সহ ৪৭টি চিনা অ্যাপ?

এদিকে অন্ধ্রপ্রদেশের গরিব চাষী নাগেশ্বর রাওকে ট্রাক্টর পাঠিয়ে শুধু সহযোগিতার হাতই বাড়াননি সোনু সুদ। বরং অনেককে অনুপ্রাণীতও করেছেন। ওই পরিবারের দুই মেয়ের লেখাপড়া করানোর দায়িত্ব নিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তেলেগুদেশম পার্টির নেতা নিজেই একথা বলেন, এবং সোনু সুদের সঙ্গে এনিয়ে আলোচনাও করেছেন তিনি। তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। এবার নাগেশ্বর রাওয়ের দুই মেয়ের স্বপ্নকে সফল করার কাজ হাত দিলেন এই পোড় খাওয়া রাজনীতিক।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Earthquake In West Bengal: সাত সকালে দুলে উঠল কলকাতা, কম্পন অনুভূত ওড়িশা ও বাংলাদেশের বিস্তীর্ণ অংশে

Ajker Rashifal, 25 February, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

Health Care Tips: টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলে সাবধান! এই অভ্যাস বাড়িয়ে দিতে পারে পাইলসের ঝুঁকি...

Rohit Sharma: ঈর্ষণীয় রেকর্ড অধিনায়ক রোহিত শর্মার, আইসিসি টুর্নামেন্টে শেষ ২১টিতে হার মাত্র ১টিতে

Share Us