Sonia Gandhi: কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়া গান্ধীই, ৬ মাসের জন্যই দায়িত্ব নিতে পারবেন জানালেন রাহুল গান্ধী
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়া গান্ধীই। সূনতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সনিয়াই সভানেত্রী থাকছেন। আগামী ছয় মাসের মধ্যে নতুন সভাপতি বাছাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বৈঠকে ওয়ার্কিং কমিটিকে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেও বলেছিলেন।
নতুন দিল্লি, ২৪ অগস্ট: কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী (Interim Congress Presidnt) থাকছেন সনিয়া গান্ধীই (Sonia Gandhi)। নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সনিয়াই সভানেত্রী থাকছেন। আগামী ছয় মাসের মধ্যে নতুন সভাপতি বাছাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বৈঠকে ওয়ার্কিং কমিটিকে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেও বলেছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সনিয়া পুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi) জানিয়ে দেন, 'সভানেত্রীর বয়স হয়েছে। তাঁর শরীর ভাল নয়। তিনি এই ভার ৬ মাসের বেশি আর বইতে পারবেন না। সুতরাং যা করার তা ৬ মাসের মধ্যেই করতে হবে।’ সম্প্রতি কংগ্রেসের ২৩ জন নেতা সনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেসের দিশাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই চিঠির কথা ফাঁস হয়ে যায়। সেই প্রসঙ্গ টেনেই সনিয়া গান্ধী বলেন, দল এমনিতেই সঙ্কটে ছিল। তার মধ্যে এ ধরনের চিঠি লেখা কি দরকার ছিল। আপনাদের কোন কথা আমি শুনিনি। কী করিনি? এতে কি দলের ভাল হল? আরও পড়ুন, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গান্ধীর
শশী থারুর, মণীশ তিওয়ারি, গুলাম নবী আজাদ সহ ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতা, যাঁদের মধ্যে পাঁচজন মুখ্যমন্ত্রীও আছেন, সনিয়াকে চিঠি দিয়ে দলে আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করেন। তাঁরা দাবি করেন, দলের পতন রোধ করতে গেলে বদল আনতেই হবে। এরপরেই সভানেত্রীর পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানালেন সনিয়া।