Tourists Stuck Near Changu Lake: ভারী তুষারপাতের কারণে সিকিমের ছাঙ্গু লেকের কাছে আটকে কয়েকশো পর্যটক, উদ্ধারে সেনা
ভারী তুষারপাতের কারণে সিকিমের (Sikkim) ছাঙ্গু লেকের (Changu Lake) কাছে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক (Tourists)। তাঁদের মধ্যে বেশিরভাগই কলকাতা-সহ এ রাজ্যের বাসিন্দা। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী (Indian Army)। শনিবার প্রবল তুষারপাতের কারণে জওহরলাল নেহরু রোড বন্ধ থাকায় শত শত পর্যটক ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েন। সেনাবাহিনী তাদের উদ্ধার করে ক্যাম্পে আশ্রয় নিয়ে আসে। রবিবার সকালে আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে গ্যাংটক রওনা করানো হয়। পায়ে হেঁটে গ্যাংটক ফিরছেন পর্যটকরা।
শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর: ভারী তুষারপাতের কারণে সিকিমের (Sikkim) ছাঙ্গু লেকের (Changu Lake) কাছে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক (Tourists)। তাঁদের মধ্যে বেশিরভাগই কলকাতা-সহ এ রাজ্যের বাসিন্দা। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী (Indian Army)। শনিবার প্রবল তুষারপাতের কারণে জওহরলাল নেহরু রোড বন্ধ থাকায় ১২০০-র বেশি পর্যটক ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েন। সেনাবাহিনী তাদের উদ্ধার করে ক্যাম্পে আশ্রয় নিয়ে আসে।
সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযান সোমবার পর্যন্ত চলতে পারে। কারণ প্রচুর পর্যটক ক্রিসমাসের ছুটিতে ছাঙ্গু লেক পরিদর্শনে গিয়েছিলেন। কয়েকদিন ধরেই ব্যাপক তুষারপাত চলছিল সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু প্রভৃতি এলাকায়। রাস্তা কয়েক মিটার পুরু বরফের চাদরে ঢেকে যায়। এর জেরে যানচলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। আটকে পড়েন পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের মধ্যে ছিলেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ২৫০ জন। সেনা জানিয়েছে, ১২০৭ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পর্যটকদের ছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। সেখানেই চিকিৎসা চলেছে অসুস্থ হয়ে পড়া পর্যটকদের। রবিবার সকালে আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে গ্যাংটক রওনা করানো হয়। পায়ে হেঁটে গ্যাংটক ফিরছেন পর্যটকরা।
তুষারপাতের কারণে রবিবার নতুন করে নাথুলার দিকে যাওয়ার জন্য পর্যটকদের অনুমতি দেওয়া হয়নি।