Sidhu Moosewala’s Mother Is Pregnant: প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার মা অন্তঃসত্ত্বা, সূত্র

২০২২ সালের ২৯ মার্চ সিধু মুসেওয়ালার গাড়িতে হামলা চালায় বন্দুকধারী দুষ্কৃতীরা। বুলেট প্রুফ গাড়ি না হওয়ায়, মুসেওয়ালাকে খুব সহজে গুলিতে উড়িয়ে দেয় দুষ্কৃতীরা।

Sidhu Moosewala With His Mother (Photo Credit: Instagram)

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি:  প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) পরিবারে খুশির খবর। সিধু মুসেওয়ালার মা অন্তঃসত্ত্বা। শিগগিরই তাঁর বাবা, মায়ের কোলে সন্তান আসতে চলেছে বলে খবর মেলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে। জানা যাচ্ছে, সিধু মুসেওয়ালার মা চরণ কউর অন্তঃসত্ত্বা। খুব তাড়াতাড়ি চরণ কউরের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। সিধু ছিলেন তাঁর বাবা, মায়ের একমাত্র সন্তান। তাঁর মৃত্য়ুর পর ভেঙে পড়েন চরণ কউররা। তাই সিধুর মৃত্যুর ২ বছরের মাথায় এবার নয়া সন্তানের প্রতীক্ষায় বাবা, মা।

আরও পড়ুুন: Sidhu Moosewala Murder: পাঞ্জাবি গায়ক মুসেওয়ালার খুনের অস্ত্র বিষ্ণোই গ্যাংকে দেয় পাক ব্যবসায়ী, NIA সূত্র

২০২২ সালের ২৯ মার্চ সিধু মুসেওয়ালার গাড়িতে হামলা চালায় বন্দুকধারী দুষ্কৃতীরা। বুলেট প্রুফ গাড়ি না হওয়ায়, মুসেওয়ালাকে খুব সহজে গুলিতে উড়িয়ে দেয় দুষ্কৃতীরা। প্রায় ২৪টি গুলিতে ঝঁঝরা করে দেওয়া হয় সিধু মুসেওয়ালার শরীর। জানা যায়, কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফেই খুন করা হয় সিধু মুসেওয়ালাকে।

যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।