Sidhu Moose Wala Murder Case: সিধু মুসে ওয়ালাকে গুলি করা শার্প শ্যুটার হরকমল রানুকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

পঞ্জাবি সংগীত শিল্পী ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালাকে (Sidhu Moosewala Murder Case) গুলি করা শার্প শ্যুটারদের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হরকমল রানু (Sharp Shooter Harkamal Ranu)। সে ভাটিন্ডা (Bathinda) শহরের বাসিন্দা। রানুর পরিবার যদিও দাবি করেছে যে তারা রানুকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যেই কানাডা-ভিত্তিক গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে।

Sidhu Moose Wala (Photo: Twitter)

চণ্ডীগড়, ১০ জুন: পঞ্জাবি সংগীত শিল্পী ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালাকে (Sidhu Moose Wala Murder Case) গুলি করা শার্প শ্যুটারদের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হরকমল রানু (Sharp Shooter Harkamal Ranu)। সে ভাটিন্ডা (Bathinda) শহরের বাসিন্দা। রানুর পরিবার যদিও দাবি করেছে যে তারা রানুকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যেই কানাডা-ভিত্তিক গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই ২ জুন গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার জন্য অনুরোধ জানিয়ে ইন্টারপোলের কাছে চিঠি লিখেছিল। তথ্য অনুযায়ী, ব্রার স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিল, এরপর আর ফেরেনি। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭ হাজার ৫৮৪ জন, মৃত্যু ২৪ জনের

২৯ মে বিকেলে মানসা জেলায় নিজের গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিধু মুসে ওয়ালার। তাঁর প্রতিবেশী গুরবিন্দর সিং এবং খুড়তুতো ভাই গুরপ্রীত সিং গুলিতে আহত হন।