Sidhu Moose Wala Murder: সিধু মুসে ওয়ালার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিহত পঞ্জাবী গায়ক ও রাজনীতিবিদ শুভদীপ সিং ওরফে সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। শনিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে (Chandigarh) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল মুসে ওয়ালার বাবা অমিত শাহকে একটি চিঠি লিখেছিলে ছেলের হত্যার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানিয়েছেন।

Sidhu Moose Wala And His Mother (Photo: IANS)

চণ্ডীগড়, ৪ জুন: নিহত পঞ্জাবী গায়ক ও রাজনীতিবিদ শুভদীপ সিং ওরফে সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। শনিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে (Chandigarh) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল মুসে ওয়ালার বাবা অমিত শাহকে একটি চিঠি লিখেছিলে ছেলের হত্যার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানিয়েছেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুক্রবার মুসে ওয়ালার বাড়িতে যান। সংগীত শিল্পীর বাবা, মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। খুনিদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও পড়ুন: Sidhu Moose Wala: 'সিধু মুসওয়ালাকে খুন করেছে আমার গ্যাং', সলমনকে হুমকি দেওয়া বিষ্ণোইয়ের দাবিতে শোরগোল

মান বলেন, "পুলিশ সিধু মুসে ওয়ালার হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে এবং সেই দিন বেশি দূরে নয় যখন আমরা এই জঘন্য অপরাধীদের ধরব। মুসে ওয়ালা একজন বহু-প্রতিভাবান শিল্পী ছিলেন। তাঁর অকাল ও মর্মান্তিক মৃত্যু সংগীত শিল্পে এবং বিশেষ করে লাখ লাখ ভক্তকে একটি বড় ধাক্কা দিয়েছে।"